দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছর এলে নানা আয়োজন করা হয়। আবার ব্যক্তিগত পর্যায়েও আয়োজন করা হয় নানাভাবে। বর্ষ বরণে এবার এক অভিনব পন্থা দেখালেন এক ব্যক্তি। নতুন সালকে স্বাগত জানাতে ২০১৯ বার পানিতে ডুব দিলেন!
নতুন বছর এলে নানা আয়োজন করা হয়। আবার ব্যক্তিগত পর্যায়েও আয়োজন করা হয় নানাভাবে। বর্ষ বরণে এবার এক অভিনব পন্থা দেখালেন এক ব্যক্তি। নতুন সালকে স্বাগত জানাতে ২০১৯ বার পানিতে ডুব দিলেন!
সদানন্দ দত্ত নামের এক যুবক নতুন বছরকে স্বাগত জানাতে রীতিমতো ঠাণ্ডা পানিতে ২০১৯ বার ডুব দিয়েছেন। এই অভিনব কাণ্ডটি ঘটেছে ভারতের বিষ্ণুপুরের লালবাঁধে বাহাদুর গঞ্জ নামক স্থানে।
ভারতে বিষ্ণুপুরের লালবাঁধে বাহাদুর গঞ্জের ওই যুবকের এহেন কাণ্ডটির একটি ভিডিও ধারণ করা হয়েছে মোবাইলে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোপতে এটি ভাইরাল হয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই যুবক সদানন্দ দত্ত একজন সাঁতারু। তিনি তার এলাকায় ‘পানকৌড়ি’ হিসেবেও অধিক পরিচিত।
সদানন্দ দত্ত ২০১৯ বার পানিতে ডুব দিতে সময় নিয়েছেন ৪৮ মিনিট। এই বিষয়ে সদানন্দ বলেছেন, ‘আমার লক্ষ্য বিশ্বকে জয় করা।’ তাই আমি প্রতিবছর সালের সঙ্গে মিল রেখে জলে ডুব দেই। ভবিষ্যতেও তিনি তার এই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের। সদানন্দ দত্তের এখন একমাত্র টার্গেট এই বিষয়ে বিশ্ব রেকর্ড করা। তিনি গিনেস বুক অব রেকর্ডে নিজের নাম লেখাতে চান। তাই তিনি এতো শীতের মধ্যেও ঠাণ্ডা পানিতে নেমে ডুব দিয়েছেন।
এলাকাবাসীদের কাছেও সদানন্দ দত্ত বেশ পরিচিত। সদানন্দ দত্ত সম্পর্কে এলাকাবাসী জানিয়েছেন, ওই যুবক (সদানন্দ দত্ত) এমন কাণ্ড নতুন কিছু নয়। ইতিপূর্বে অর্থাৎ ২০১৬ সাল হতেই বছরের প্রথম দিনে তিনি একই রকম কাণ্ড করে আসছেন। এই নিয়ে ৪ বার তিনি এমন কাণ্ড ঘটালেন। বছরের শুরুতেই সদানন্দ দত্তকে নিয়ে এলাকার মানুষ মেতে ওঠে। কারণ সবাই জানে বছরের শুরুর দিন সদানন্দ এমন কিছু কাণ্ড ঘটাবেনই। তাই এলাকাতেও বেশ সাজ সাজ রব পড়ে যায়। পুকুরের পাড়ে ভীড় জমায় হাজার হাজার উৎসুক জনতা। সদানন্দের এই কাণ্ড দেখে সবাই বেশ আনন্দই পায়। যে কারণে সদানন্দ এলাকায় ব্যাপকভাবে পরিচিত একজন ব্যক্তি।