দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ইউটিউবে গান নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। কারণ মোবাইল কিংবা ল্যাপটপ বা কম্পিউটারে খুব সহজেই দেখা যায় ইউটিউবের গান। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফের ‘অহংকার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
বর্তমান সময়ে ইউটিউবে গান নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। কারণ মোবাইল কিংবা ল্যাপটপ বা কম্পিউটারে খুব সহজেই দেখা যায় ইউটিউবের গান। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফের ‘অহংকার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
‘অপরাধী’ গান দিয়ে ব্যাপকভাবে আলোচনায় চলে আসেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। তিনি এবার নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন দর্শক-শোতাদের মাঝে। আরমান আলিফের এবারের নতুন গানের শিরোনাম ‘অহংকার’।
প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’ হতে ‘অহংকার’ গানটি প্রকাশ হয়েছে। এই গানটির কথা লিখেছেন- শাওন হোসাইন সাজু। গানের সুর-সংগীত করেছেন এসকে সমীর। এই গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এই গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন ‘অপরাধী’ গানের মডেল আনান খান। তারসঙ্গে আরও রয়েছেন তাহি।
উল্লেখ্য, ‘অপরাধী’ গানের পর আরও বেশ কিছু গান ইতিমধ্যেই প্রকাশ করেছেন আরমান আলিফ। এবার চলতি বছরের প্রথম গান হিসেবে প্রকাশ করলেন ‘অহংকার’টি।
আরমান আলিফ তার নতুন গান ‘অহংকার’ নিয়েও আশাবাদি। তিনি মনে করেন, দর্শক-শ্রোতারা আগের মতোই এবারের গানকে গ্রহণ করবেন।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=DgycuMRNGro