দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবার ফেসবুক থেকে বিদায় নিলেন। বন্ধ করার আগে তিনি বলেন, ‘আমি মহাবিরক্ত, সময় যেমন নষ্ট হয় ঠিক তেমনি গোপনীয়তাও থাকে না। তাই আমি বিদায় নিলাম।’
বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। প্রায়ই তিনি উঠে আসছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। কখনও পারিবারিক বা দাম্পত্য কলহ, কখনওবা অন্য কোনো কারণে সংবাদের শিরোনাম হয়েছে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই সঙ্গীত তারকা এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন।
বন্ধ করে দেওয়ার আগে তিনি বলেছেন, ‘আমি মহাবিরক্ত, সময় যেমন নষ্ট হয় ঠিক তেমনি গোপনীয়তাও থাকে না। তাই আমি বিদায় নিলাম।’
ভক্ত ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের জন্যই তিনি ফেসবুকে একাধিকবার অ্যাকাউন্ট খুলেছিলেন। তবে শেষ পর্যন্ত ফেসবুকে না থাকার সিদ্ধান্তই নিয়েছেন এই সংগীতশিল্পী।
আসল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলেও ন্যান্সির নামে এখনও বহু ভুয়া আইডি সক্রিয় রয়েছে। যেগুলো তিনি নিজে ব্যবহার করেন না। তাই ভক্তরা এই সব আইডি এবং পেজকে ন্যান্সির মনে করে প্রতারিতও হতে পারেন।