দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের স্মার্টফোন প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার ফিচার নিয়ে গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বের নজর কাড়তে সমর্থ হয়েছে। এবার তারা এমন এক মোবাইল নিয়ে এলো যা দিয়ে পানির নিচেও ছবি তোলা সম্ভব!
চীনের স্মার্টফোন প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার ফিচার নিয়ে গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বের নজর কাড়তে সমর্থ হয়েছে। এবার তারা এমন এক মোবাইল নিয়ে এলো যা দিয়ে পানির নিচেও ছবি তোলা সম্ভব!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ২০১৮ সালের একেবারে শেষের দিকে বাজারে এসেছিল হুয়াওয়ের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস মেট ২০ প্রো। ক্যামেরা বেঞ্চমার্কিং ওয়েবসাইট ডিএক্সওমার্ক-এ সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে এই স্মার্টফোনটি। ডিএক্সওমার্ক তালিকায় এতোদিন সব থেকে উপরে ছিল হুয়াওয়ের পূর্বের ফ্ল্যাগশিপ পি ২০ প্রো। এবার শীর্ষ স্থান দখল করে নিলৈা মেট ২০ প্রো। যদিও এই তালিকায় অবশ্য গুগলের পিক্সেল থ্রি, আইফোন এক্সএস ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি নোট নাইনও রয়েছে।
এদিকে ডিএক্সওমার্ক তালিকায় ১০৯ পয়েন্ট পেয়েছে মেট ২০ প্রো। তবে ছবি তোলার ক্ষেত্রে ১১৪ পয়েন্ট পেলেও ভিডিও তোলার সময় ৯৭ পয়েন্ট পেয়েছে হুয়াওয়ের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনটি।
যুক্তরাজ্যের দৈনিক এক্সপ্রেস পত্রিকা তাদের অনলাইন ভার্সনে জানিয়েছে, ট্রিপল ক্যামেরার এই স্মার্টফোনটি পি২০ প্রো ফোনের চেয়ে বিশেষত্ব হলো এটির ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের শক্তিশালী সেন্সর। ৬.৩৯ ইঞ্চি ডিসপ্লে এবং ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ক্যামেরার কারণে ব্যবহারকারীরা আরও উন্নতমানের ছবি পাবেন। সেই সঙ্গে সারাদিন চালানোর মতো ৪ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি তো সঙ্গে রয়েছেই।
চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান হুয়াওয়ে জানিয়েছে, রিভিউতে পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার মতো করে তারা নতুন এই স্মার্টফোনটি বাজারে ছেড়েছে। এরপরও পানির দেড় মিটার গভীরে গিয়েও যাতে ফোনটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকে এমনভাবে আপগ্রেড করা হয়েছে। এই ফোনে আন্ডারওয়াটার মুডে গিয়ে পানির নিচেও ছবি তোলা যাবে। তারপর ভলিউম আপ বাটনে ছবি তোলা এবং ডাউন বাটন টিপে ভিডিও ধারণ করা যাবে। আবার স্টপ বাটনের মাধ্যমে সেখান থেকে বের হওয়া যাবে। তবে পানির গভীরতা এবং সময়ের ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। আন্ডারওয়াটার মুডের এই সেটটি বর্তমানে শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাচ্ছে।