দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য তেহরান কারো অনুমতি নেয় না এবং ভবিষ্যতেও নেবে না।’ ইরান দৃঢ়তার সঙ্গেই নিজের পথচলা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সোমবার তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর জনসমাবেশে এ কথা বলেন।
ড. হাসান রুহানি আরও বলেন, ‘বিশ্বের সবাই জানে সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়ের চেয়েও বর্তমানে ইরান অনেক বেশি শক্তিশালী। ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরণের অস্ত্র এবং সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতাও অর্জন করেছে।’
ইরানের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার প্রতি ইঙ্গিত করে ড. হাসান রুহানি বলেন, ‘গোটা বিশ্বই দেখেছে ইরানের সদিচ্ছা এবং সহযোগিতায় সিরিয়া, ইরাক ও লেবাননের জনগণ বিজয় অর্জন করেছে। ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণ আগ্রাসী এবং দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।’
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আরও বলেন, ‘শত্রুরা বর্তমানে তাদের ২০ বছরের ব্যর্থতা এবং হস্তক্ষেপের কথা স্বীকার করে আস্তে আস্তে এই অঞ্চল হতে সরে পড়তে বাধ্য, যাতে এখানকার মানুষগুলো স্বাধীনভাবে উন্নয়ন এবং অগ্রগতির পথে যাত্রা অব্যাহত রাখতে পারে।’
পেট্রো-কেমিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের উন্নয়নের প্রতি ইঙ্গিত করে ড. হাসান রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের দ্রুত গতির উন্নয়নের কথা এখন গোটা বিশ্বই স্বীকার করছে।