দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রথম বাংলাদেশী নায়িকা হিসেবে তেলেগু সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তার প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’ মুক্তি পেয়েছে ভারতের দেড়শ’র বেশি সিনেমা হলে। আবারও তেলেগু সিনেমায় অভিনয় করছেন তিনি।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই নায়িকা বাংলাদেশে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’, ‘নবাব’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।
সম্প্রতি তেলেগু ছবিটি মুক্তি পাওয়ার পর দেশে ফিরেছেন মেঘলা মুক্তা। নতুন কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আবারও তেলেগু সিনেমায় কাজ করতে চলেছি। আমার অভিনীত আগের তেলেগু সিনেমাটি ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা ও তামিলনাড়ুর ১৬৮ প্রেক্ষাগৃহে ১ ফেব্রুয়ারি মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করার পর আমি বেশ সাড়া পেয়েছি। সামনের মাসে নতুন একটি ছবির কাজে হায়দারাবাদ যাচ্ছি।
তবে নতুন এই তেলেগু সিনেমাটি নিয়ে এখন কোনো তথ্য দিতে চাইছি না। শুধু এটুকু বলতে চাই, সব ঠিক থাকলে হায়দরাবাদে পরের মাসে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তারপর বিস্তারিত জানাবো।
উল্লেখ্য যে, ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমাটিতে পরিচালক হিসেবে কাজ করেন শিবা গণেশ। এতে অভিনয়ের জন্য ২০১৭ সালের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দিয়েছিলেন মেঘলা। শতাধিক প্রতিযোগীকে টপকে ভারতের দক্ষিণের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ মেলে তার। এই সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন তানিষ্ক রেড্ডি। মেঘলার বাবার চরিত্রে রয়েছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি দক্ষিণের অন্যতম শক্তিমান অভিনেতা রজনীকান্তের ‘শিবাজি’ এবং বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’-এ খলচরিত্রে অভিনয় করেছিলেন। ছবি মুক্তির পর এক কথায় বলতে গেলে মেঘলাকে নতুন রূপে চিনতে শুরু করে ভারতের সবাই।