দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন সমস্যা যে কারও হতে পারে। অর্থাৎ হিল পরে পায়ে যন্ত্রণা। তাহলে আপনি কী করবেন? এই বিষয়টি সম্পর্কে করণীয় জেনে নিন।
এমন সমস্যা যে কারও হতে পারে। অর্থাৎ হিল পরে পায়ে যন্ত্রণা। তাহলে আপনি কী করবেন? এই বিষয়টি সম্পর্কে করণীয় জেনে নিন।
মনে করুন আপনি ভালো কোনও পোশাক পরলেন৷ তার সঙ্গে যা তা একটা জুতা পরে ফেললেই তো হলো না! পোশাকের সঙ্গে জুতার সামঞ্জস্য যদি না থাকে, তাহলে সাজটা যে মাটি হবে তা ফ্যাশনিয়েস্তাদের বলার প্রয়োজনই নেই৷ কারও কারও উচ্চতা নিয়েও আবার খুঁতখুঁতুনিও থাকে৷ তারা বিয়েবাড়ি বা অন্য কোনও পার্টিতে যাওয়ার জন্য হিল তোলা জুতা চোখ বুজেই বেছে নেন৷ সৌন্দর্যের কথা ভেবে হিল তোলা জুতা তো পরলেন তবে সারা দিনের কষ্ট কতোটা বাড়লো তা কী খেয়াল করেছিলেন? তবে জানেন খুব সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে হিল তোলা জুতার জন্য পায়ের ব্যাথা থেকে মুক্তিও পেতে পারেন আপনি। এই টিপসগুলো মেনে চলুন ও যে কোনও অনুষ্ঠানে সাধের হিল জুতা বেছে নিয়ে হয়ে উঠুন অন্য নারীদের কাছে হিংসার পাত্রী৷
আপনি কী কোনও করপোরেট অফিসের কর্মী? প্রতিদিন জিনস, শার্ট পরে অফিসের উদ্দেশে রওনা হয়ে থাকেন? এই পোশাকের সঙ্গে যে সরু হিলের জুতাই ভালো মানাবে- তা বলার অপেক্ষা রাখে না৷ এই হিল পরে স্মার্ট লুক হয়তো আসছে তবে পায়ের যন্ত্রণা, সেটাও তো সহ্য করতে হচ্ছে আপনাকেই৷ তাই সরুর পরিবর্তে চওড়া হিলের প্রতিই বেশি নজর দিন৷ দেখবেন, সুন্দর পোশাক পরে এই জুতা পায়ে দিয়েও আপনাকে একই রকম স্মার্ট লাগছে৷
হিল জুতা পরে বেরনোর পূর্বে পায়ের দ্বিতীয় ও তৃতীয় আঙুলে একটি ব্যান্ডেড জড়িয়ে নিতে হবে৷ যে কারণে পায়ের মাঝে চাপ পড়বে৷ তাই হিলের মাধ্যমে আপনার পায়ে ব্যাথা হওয়ার কোনও ভয়ই তখন থাকবে না৷
আপনি একটি মোটা মোজা নিন৷ সেটি জুতার উপরে গোড়ালির কাছে রাখুন৷ এবার জুতা পরে অনায়াসে হাঁটতে পারবেন৷ এই উপায় অবলম্বন করলে ব্যাথা তো হবেই না বরং আপনার সৌন্দর্য হয়ে উঠতে পারে অনেকেরই হিংসার কারণ৷তাহলে আর দেরি কেনো এই পদ্ধতি অবলম্বন করুন।