দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়ে ৪০ জন আধা-সামরিক সেনাকে হত্যার জন্য দায়ী করা জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের প্রধানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জাতিসংঘের প্রস্তাব চীনের কারণে পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভারত।
জাতিসংঘের এই প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য চীন আরও সময় চেয়েছে বলে বুধবার জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। তবে পূর্বেও চীন জৈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে আনা একই রকম প্রস্তাব পাসে বাধা দিয়েছিলো।
জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা গেলে তার উপর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হতো এবং তার সম্পদও বাজেয়াপ্ত করা যেতো।
এদিকে প্রস্তাব পাস না হওয়ার কারণে গতকাল (বৃহস্পতিবার) হতাশা প্রকাশ করেছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই কারণে (চীনের সিদ্ধান্ত) ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করা জৈশ-ই-মোহাম্মদের নেতাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ভেস্তে গেছে। সেজন্য আমরা হতাশ।’
ওই সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে ভারত সব রকম চেষ্টা চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ্ করা হয়। এদিকে ভারতের বিরুদ্ধে চীনের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানানোর কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাও করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন যে, ‘দুর্বল মোদী শি-কে ভয় পান।’
উল্লেখ্য, শি বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।