দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিলা। গানের জগতে এক ক্রেজি নাম। অনেকেই তাকে মিস করছেন কারণ হলো অনেক দিন ধরেই তিনি গানের জগত হয়ে দূরে রয়েছেন। তবে এবার সুখবর হলো তিনি ফিরছেন গানের জগতে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। বিচ্ছেদ, মামলা, ব্যক্তিগত ঝামেলা নিয়ে বেশ কিছুদিন যাবত সঙ্গীতের বাইরেই ছিলেন। এবার সব কিছু ঝেড়ে আবারও সঙ্গীতের ভুবনে ফিরলেন এই জনপ্রিয় তারকা। দুই বছরের বিরতি শেষে গত ৪ মার্চ গাজীপুর জেলা স্টেডিয়ামে প্রথম মঞ্চে ওঠেন মিলা।
তাছাড়া ৮ মার্চ খুলনা ও ১১ মার্চ বরিশালের বেলস পার্কে আয়োজিত কনসার্টেও অংশ নিয়েছেন মিলা। এরপর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের কনসার্টেও অংশ নেন মিলা।
শিল্পী সূত্রে জানানো হয়েছে, মার্চ ও এপ্রিলে আরও একাধিক স্টেজ শোতে অংশ নেবেন মিলা। ১৯ মার্চ কুমিল্লা টাউন হল মাঠে অংশ নেন, ২৩ মার্চ ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক, ২৯ মার্চ রাজশাহী জেলা স্টেডিয়াম এবং আগামী ২ এপ্রিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে মিলার।
এই বিষয়ে মিলা বলেন, ‘গানে ফিরে মনে হচ্ছে যেনো প্রাণ ফিরে পেয়েছি। শ্রোতারাও সত্যিই ভালোবাসা দিয়ে আমাকে বরণ করেছেন। তাই সব অভিমান ভুলে নিয়মিত আমি গাইতে চাই।’