The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ছবি তোলার সময় হারিয়ে গেলো এক তরুণী! [ভিডিও]

উদ্ধারকর্মীদের তৎপরতায় এই যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন ওই তরুণী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবি তোলা নিয়ে আজকাল প্রায় প্রতিযোগিতা শুরু হয়েছে। কেও সেলফি তুলতে ব্যস্ত কেও বা অন্যের ছবি তোলা নিয়ে ব্যস্ততা দেখান। তবে এবার ছবি তোলার সময় হারিয়ে গেলো এক তরুণী!

ছবি তোলার সময় হারিয়ে গেলো এক তরুণী! [ভিডিও] 1

আজকালকার দিনে ঘুরতে গেলে ছবি কিংবা সেলফি তোলা যেনো এক নেশায় পরিণত হয়েছে। বর্তমান সময়ের তরুণ-তরুণীরা যেনো সেলফি ও ছবিতে আসক্ত হয়ে পড়েছে। তাতে যতো রকম ঝুঁকিই থাকুক না কেনো তাতে তাদের কিছু এসে যায় না। সম্প্রতি এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে।

ইন্দোনেশিয়ার নুসা লেম্বোনগানের ডেভিল’স টিয়ারে এক তরুণী ছবি তোলার সময় সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেছেন। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয় এবং ভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় যে, উদ্ধারকর্মীদের তৎপরতায় এই যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন ওই তরুণী। তবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় শুধু ওই তরুণীই নয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই ভিডিও পোস্ট করে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছেন ভ্রমণকারীদের।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...