দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ খৃস্টাব্দ, ২৯ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ৬ শাবান ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
হাসান আল বোখিয়া মসজিদ ব্রুনাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটি হাসান আল বোখিয়া মসজিদ মু’জাদিন ওয়াদ্দুলাহ’র নামে নামকরণ করা হয়েছে।
এই মসজিদটি সুলতানের সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্রুনাইবাসিদের প্রতি সুলতানের একটি উপহার ছিল।
এই হাসান আল বোখিয়া মসজিদটিতে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটি পৃথিবীর হাতে গোণা কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদের অন্যতম একটি মসজিদ। আয়তনের দিক দিয়ে এটিই হলো বিশ্বের বৃহত্তম মসজিদ। তবে ধারণ ক্ষমতার দিক হতে বিশ্বের দ্বিতীয় বড় মসজিদ এটি।
এই মসজিদের ভবনটির সঙ্গে ঘোহারশাদ মসজিদ, একটি জাদুঘর, একটি পাঠাগার, ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি সমাধিক্ষেত্র, রাজাভি ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্সেস, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর, সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ ও আরও অনেকগুলো ভবন রয়েছে।
আয়তনের হিসাবটি এসব ভবন ও তার প্রাঙ্গণ যোগ করে ধরা হয়েছে। ইরানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ইমাম রেজার মাজার ভবনটি অন্যতম। মাজার ভবনটির আয়তন হলো ২ লাখ ৬৭ হাজার ৭৮ মিটার। মাজারের সাতটি প্রাঙ্গণের আয়তন ৩ লাখ ৩১ হাজার ৫৭৮ মিটার। মোট হলো ৫ লাখ ৯৮ হাজার ৬৫৭ মিটার। পশ্চিম পাশে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটির নাম বালা সার মসজিদ। বালা সার মসজিদটি মাহমুদ গজনির শাসনামলের সময় নির্মিত হয়।
তথ্য ও ছবি: www.factsbd.com এর সৌজন্যে।