সেই ‘ভূতের গ্রাম’ এবার বিক্রি হবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক কিছুই বিক্রি করতে দেখি। কিন্তু তাই বলে ভূতের গ্রাম বিক্রি! ঠিক তাই এবার সেই ভূতের গ্রাম বিক্রি হবে বলে সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে।

ওই গ্রামে আদতে ভূত আছে না নেই, সেটি তর্ক সাপেক্ষ বা আলাদা একটি বিষয়। যারা ভূতে বিশ্বাস করেন না, তাদের কথা একেবারেই আলাদা। তবে যারা মনে করেন যে, অশরীরীরা (ভূত) মানুষের চারপাশেই রয়েছেন, এই গ্রাম তাদের জন্যই। আসলে কী এমন রয়েছে সেখানে? দূর হতেই মনে হয় গ্রামটির থমথমে চেহারা, দেখলে অন্তত এটুকু বোঝা যায় যে, এই গ্রামগুলোতে প্রাণের উচ্ছ্বলতা তেমন একটা নেই বললেই চলে।

স্পেনের উত্তরে গ্যালিসিয়া নামক স্থানে রয়েছে আকোরাদা নামে ছোট্ট একটি গ্রাম। গোটা গ্রামে রয়েছে মাত্র ছ’টি ধূসর পাথরের বাড়ি! এগুলো ছিল ইগলেসিয়াস পরিবারের অন্তর্ভূক্ত। দুটি শস্যভাণ্ডার রয়েছে এই গ্রামটিতে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামে বাস করতেন ওই পরিবারের সকল সদস্যরা। তাদের গমের খেত ছিল। তবে সে সব জমিজামাও আজ পরিত্যক্ত।

৫৭ বছরের এক উত্তরসূরি বাদে গত ৩০ বছর ধরে এই পরিবারের কেওই থাকেন না এই গ্রামে। তিনি ৯৬ হাজার ডলারে বিক্রি করতে চাইছেন পরিত্যক্ত এই গ্রামটি! যে গ্রামকে ঘিরে রয়েছে নানা ভৌতিক গল্পও।

শোনা যায় যে, সন্ধ্যার পর এই গ্রামগুলোতে ঢোকা সম্ভব না। তখন নাকি এই গ্রামে নেমে আসে অশরীরীরা (ভূত)। ইউরোপজুড়ে শ’খানেকের বেশি গ্রাম ঘিরে রয়েছে এমন নানা সব গল্প। আসলে বহু বছর পরিত্যক্ত থাকার কারণে গ্রামকে ঘিরে নানা রটনা গড়ে উঠেছে।

এস্টেট এজেন্সি এক্সপার্ট আলদেয়াস আবানদোনাদাস জানিয়েছেন, এমনই পরিত্যক্ত অন্তত ৪১টি গ্রাম বিদেশীরা কিনে সেগুলোতে প্রাণ দিয়েছেন বলা যেতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেনের জন্ম হারহলো দ্বিতীয় সর্বনিম্ন। ২০১৭ সালে ছিল ১.৩ শতাংশ। গ্রামীণ এলাকায় বসতি ক্রমশ কমে আসছে। দিন দিন কমছে অল্প বয়সীদের সংখ্যাও।

দেশটির গ্রামোন্নয়ন দফতরের সমীক্ষা বলছে যে, ২০৫০ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষই শহরে বাস করবে। পরিত্যক্ত গ্রামগুলো ঘিরে তাই গড়ে উঠেছে নানা মুখরোচক গল্প। যা শুনলে যে কারও গা শিউড়ে উঠবে!

This post was last modified on এপ্রিল ২, ২০১৯ 9:55 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে