দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর একটি ন্যাশনাল পার্কের দুই সিম্পাঞ্জি (গরিলা) সঙ্গে এক সৈনিকের তোলা সেলফি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলতে সমর্থ হয়েছে।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর একটি ন্যাশনাল পার্কের দুই সিম্পাঞ্জি (গরিলা) সঙ্গে এক সৈনিকের তোলা সেলফি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলতে সমর্থ হয়েছে।
ওই সেলফিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর এ পর্যন্ত ১২ হাজারের অধিক লাইক পড়েছে। শেয়ার হয়েছে ১৪ হাজারেরও বেশি।
সেলফিটার বিশেষত্ব হলো ওই সৈনিকের সঙ্গে সিম্পাঞ্জি (গরিলা) দুটির অসাধারণ পোজ। সেলফির জন্য সিম্পাঞ্জি দুটির পোজ মানুষের পোজকেও যেনো হার মানায়।
কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কটিতে বৃহদাকার সিম্পাঞ্জির সঙ্গে সেলফি তোলা এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে সর্বশেষ যে সিম্পাঞ্জি দুটির সঙ্গে সেলফি তোলা হয়েছে এসব সিম্পাঞ্জির ওজন ৪০০ পাউন্ড (প্রায় সাড়ে চার মণ) পর্যন্ত হয়ে থাকে!
আলোচিত সেলফিতে দেখা যাচ্ছে যে, দুই সিম্পাঞ্জিকে পেছনে রেখে সেলফি তুলছেন পশুশিকার ঠেকাতে গঠিত সৈন্যদলের (কঙ্গোর ভাষায় রেঞ্জারস) জনৈক সৈনিক। পেছনে একটি সিম্পাঞ্জি সোজা হয়ে মাথাটা বামদিকে সামান্য হেলে দিয়ে পোজ দিচ্ছে। তার পেছনের সিম্পাঞ্জিটা মাথাটা সামান্য সামনের দিকে ঝুঁকে দিয়েছে, ঠিক যেটি মানুষরা করে থাকে।
সম্প্রতি সেলফিটি ফেসবুকে পোস্ট করা হয়। এতে ক্যাপশন জুড়ে দেওয়া হয় যে, ‘অফিসে অন্যরকম এক দিন’। পারনিলা উইন্টারস্কিওল্ড নামে একজন কমেন্টে লিখেছেন যে, ‘ওয়াও, আপনি অফিসে যেটা করে দেখিয়েছেন তা সত্যিই একটি অসাধারণ। তবে নিরাপদে থাকুন ও সুন্দর ছবিটার জন্য ধন্যবাদ।’
ছবিটি প্রসঙ্গে পার্কটির ওয়েবসাইটে বলা হয়েছে যে, গত দুই দশক ধরে যুদ্ধ ও সশস্ত্র সংগ্রামের কারণে পার্কটির ওপর অনেক প্রভাব পড়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই পার্কের রেঞ্জারস সদস্যদের সাহসও চরম।
ওয়েবসাইটে আরও বলা হয় যে, পার্কে দায়িত্ব পালন করতে গিয়ে এই পর্যন্ত ১৭৯ জন পশুর আক্রমণে প্রাণ দিয়েছেন। তারপর বিলুপ্তপ্রায় প্রাণিদের সুরক্ষা দিতে রেঞ্জারস সদস্যদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, স্থানীয় পুরুষ ও নারীদের বাছাই করার পর টানা ৬ মাস ব্যাপক প্রশিক্ষণের মধ্যদিয়ে এই পেশায় আসতে হয় তাদেরকে। বর্তমানে পার্কটিতে এরকম ৬০০ সদস্য তাদের দায়িত্ব পালন করে আসছেন।