Categories: সাধারণ

মিতা নূরের মৃত্যু রহস্য ॥ তদন্ত থেকে সরে গেছে ডিবি পুলিশ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জনপ্রিয় টিভি অভিনেত্রী মিতা নূরের মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা থেকে সরে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), খবর অনলাইন সূত্রের।

মিতা নূরের মৃত্যুর পর তাদের পরিবারে ঘটে যাওয়া অনেক তথ্য উদঘাটন করে ডিবি। ঘটনার পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম মিতা নূরের মৃত্যু সংক্রান্ত নানা ধরনের তথ্য-প্রমাণও সংগ্রহ করে। এরপরও ডিবি পুলিশ মিতা নূরের মৃত্যু রহস্য তদন্ত থেকে সরে এসেছে। খবর দৈনিক যুগান্তরের।

ডিবির উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বলেন, ‘কোনো ঘটনা ঘটলে ডিবির কাজ হচ্ছে এর নেপথ্যে চলে যাওয়া। আর এজন্য কতগুলো কৌশল অবলম্বন করতে হয়। আর মিতা নূরের আত্মহত্যার ঘটনার পর যখন বাইরে শোনা যাচ্ছিল রহস্য আছে তখনই আমরা সব ধরনের কৌশল প্রয়োগ করে কিছু তথ্য পাই।’

উপ-কমিশনার বলেন, প্রাপ্ত তথ্যগুলো তদন্তের জন্য সহায়ক ছিল। কিন্তু মৃত্যুর রহস্য যতই থাক না কেন এটি অপমৃত্যুর মামলা। আর পরিবার থেকে কোনো অভিযোগ বা আত্মহত্যা প্ররোচনার মামলা হয়নি। মামলা হলেই ক্লু বের করা হতো। ডিবির উপ-কমিশনার নাজমুল আলম বলেন, ‘আইনের ওপরে কেও নয়। কিন্তু আইন লংঘন করে কোনো কিছু করা যায় না। যেহেতু এটি হত্যা মামলায় রুপান্তরিত হয়নি- সেহেতু ডিবি পুলিশের আর তদন্তের কোনো প্রয়োজন নেই। এখন থানা পুলিশই বিষয়টি দেখবে।’

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) লুৎফুল কবির ওই পত্রিকাকে বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি ভিসেরা প্রতিবেদনে কি আসে। প্রতিবেদন পেলে আমাদের তদন্ত দল ভিসেরার তথ্য অনুযায়ী পরিবারের সঙ্গে কথা বলবে।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে নতুন করে বলার আর কিছুই নেই। এটা আত্মহত্যার ঘটনা।’

মিতা নূরের বাবা ফজলুর রহমান বলেন, ‘তার কোনো অভিযোগ নেই। অথচ তার সঙ্গে কথা না বলেও অনেকে অভিযোগের সুরে লিখে যাচ্ছেন।’ মিতা নূরের স্বামী শাহনূর রহমান মজুমদার ওরফে রানা জানায়, ‘আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ নেই। আমরা শোকাহত। অথচ কেও কেও বাড়িয়ে লিখছে।’ তদন্ত সূত্র জানায়, মিতা নূরের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের পর কিছু বিষয়ে উভয় পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে পাওয়া তথ্যগুলো অপমৃত্যু মামলার নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related Post

উল্লেখ্য, গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির ৬ তলার ৫/বি নিজ ফ্ল্যাটের শয়ন কক্ষ থেকে ১ জুলাই টিভি অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করা হয় মিতা নূরের স্বামী শাহনূর রহমান মজুমদার ওরফে রানাকে। মিতা নূরের বাবা ফজলুর রহমান, মা মরিয়ম সরকার ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিভিন্ন পত্র-পত্রিকায় নানা ধরনের মৃত্যু রহস্য নিয়ে খবর বের হতে থাকে।

This post was last modified on জুলাই ৮, ২০১৩ 4:43 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে