দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্ট ইন্ডাকশন কুকার ও স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব নিয়ে এলো চীনের টেক জায়ান্ট শাওমি। তারা এমন এক বাল্ব নিয়ে এলো যা অ্যাপেই চলবে!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায় এই স্মার্টফোন সম্পর্কে। তাতে বলা হয় স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই বাল্ব চালু বা বন্ধ করা যাবে। গত ২৪ এপ্রিল ভারতে আনা হয় শাওমি এমআই লেড স্মার্ট বাল্ব। ২৬ এপ্রিল ভারতের বাজারে এই স্মার্ট বাল্ব বিক্রি শুরু হয়েছে।
সংস্থাটির দাবি হলো, এক কোটি ৬০ লাখ রং সাপোর্ট করবে এই শাওমির স্মার্ট বাল্ব। টানা চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এ বাল্ব চালু বা বন্ধ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই।
শাওমির স্মার্ট এলইডি বাল্বে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট ও আমাজন অ্যালেক্সার সাপোর্ট। এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন সেই সময়সূচিও নির্ধারণ করা যাবে। আমাদের দেশের বাজারেও শীঘ্রই এই স্মার্ট বাল্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।