দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশ পেলো শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘নেটওয়ার্ক’র ট্রেলার। ইতিমধ্যেই ট্রেলারটি বেশ সাড়া ফেলে দিয়েছে। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে একটি ব্যতিক্রমি চলচ্চিত্র এটি।
জানা গেছে, সপ্তাশ্ব বসু পরিচালিত এই চলচ্চিত্রে শাশ্বত অভিনীত চরিত্রটি প্রতিশোধ নেওয়ার খেলায় একটি রিয়েলিটি শো আয়োজন করা হয়। এই শো’ই হলো তার কাছে প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ। সারা জীবন তার সঙ্গে অনেক প্রতারণা করা হয়েছে। তেমনই এক প্রতারক সহকারীও হলেন এই শো-এর প্রতিযোগী। ক্যামেরার সামনে থাকতে থাকতে ক্রমাগত অস্বস্তি ঘিরে ধরে ওই সহকারীকে। তাই প্রতিশোধের খেলায় একটু একটু করে মেতে ওঠেন পর্দার শাশ্বত।
ট্রেলারে গম্ভীর গলায় শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘সন্ধান করো। না হলে সবশুদ্ধু একেবারে নিখোঁজ হয়ে যাবে।’
সপ্তাশ্বর সঙ্গে যৌথভাবে এ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন রিনি ঘোষ। শাশ্বত ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা বণিক প্রমুখ ব্যক্তিবর্গ।
‘নেটওয়ার্ক’র একটি বিশেষ চরিত্রে রয়েছেন সায়নী ঘোষ। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।
This post was last modified on মে ১৫, ২০১৯ 9:31 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…