The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মিশরের কায়রোর ইবনে তুলুন মসজিদ

এই ঐতিহাসিক মসজিদটি জাবাল ইয়াশকুর নামক ছোট পাহাড়ের উপর অবস্থিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৭ জুন ২০১৯ খৃস্টাব্দ, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

মিশরের কায়রোর ইবনে তুলুন মসজিদ 1

আহমেদ ইবনে তুলুন মসজিদ (আরবি : مسجد أحمد بن طولون‎‎) এই মসজিদটি মিশরের কায়রোতে অবস্থিত। বলা হয়ে থাকে, কায়রোর প্রাচীন মসজিদগুলোর মধ্যে শুধু এটিই প্রাচীন রূপে টিকে রয়েছে।

আব্বাসীয় গভর্নর আহমেদ ইবনে তুলুন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি কার্যত স্বাধীনভাবে দেশ শাসন করতেন। ইতিহাসবিদ আল মাকরিজি ৮৭৬ খ্রিষ্টাব্দকে মসজিদটি নির্মাণের সূচনা বলে স্থির করেছেন। মসজিদের শিলালিপিতে এর নির্মাণ সম্পন্নকাল হিসেবে ২৬৫ হিজরি বা ৮৭৯ খ্রিষ্টাব্দের উল্লেখ করা রয়েছে।

এই ঐতিহাসিক মসজিদটি জাবাল ইয়াশকুর নামক ছোট পাহাড়ের উপর অবস্থিত। সামারার বিখ্যাত মিনারের সঙ্গে ইবনে তুলুন মসজিদের মিনারের যথেষ্ট মিল রয়েছে। স্থানীয় প্রচলিত লোককথায় বলা হয় যে, মহাপ্লাবনের পর নূহ (আ:) এর নৌকা আরারাত পর্বতের বদলে এখানে এসে নাকি স্থির হয়েছিল।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...