দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে বিজেপি। বিপুল ভোটে জয়লাভ করার পর তারা সরকার গঠন করে। তবে বিজেপি সব সময় মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। তবে বিজেপির অফিস লাইব্রেরিতে রয়েছে কুরআন শরীফ! এমন খবর এখন নেট দুনিয়ায়।
ভারতের জাতীয় সংসদ লোকসভার ১৭তম নির্বাচনে দ্বিতীয়বার মতো সাফল্য আসার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশের সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে হবে আমাদের। তার পরের দিনই দেশটির বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর পাওয়া যায়। সাম্প্রদায়িক বিদ্বেষ এবং হিংসার নির্মম ও ভয়াবহ ছবি দেখতে পাওয়া গেছে তাতে।
সেই পরিস্থিতিতে বিজেপির এক অফিসের লাইব্রেরিতে পবিত্র কুরআন কিনে আনার খবর বর্তমানে অন্য মাত্রা দিতে চলেছে। বিজেপির লাইব্রেরিতে কুরআন শরীফ রাখার ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাখণ্ডে। দেরাদুনে দলের হেড কোয়ার্টারে গীতা রয়েছে, বাইবেল রয়েছে, এবার সেখানে যোগ করা হয়েছে কুরআন শরীফ।
উত্তরাখণ্ড বিজেপির সহকারী মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, আমি দু’কপি কুরআন শরীফ একটি হিন্দি এবং অপরটি ইংরেজি কিনেছি লাইব্রেরির জন্য। আমি সব শ্রেণীর পাঠকের কাছে আবেদনও করেছি কুরআন শরীফ পড়ার জন্য। কুরআন পাঠ করলে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর হবে সকলের। বিজেপির রাজ্য সভাপতি অজয় ভাট কুরআন শরীফ লাইব্রেরিতে রাখার জন্য প্রশংসাও করেছেন। উল্লেখ্য যে, গত বছর বিজেপি সভাপতি এই লাইব্রেরিটি উদ্বোধন করেন।