দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই বিস্মিত না হয়ে পারা যায় না। এমন একটি খবর ওয়েব দুনিয়ায় যেনো ভাইরাল হওয়ার উপক্রম হয়েছে। খবরটি হলো বিএমডব্লিউ গাড়ির তেল কেনার জন্য এক ব্যক্তিকে হাঁস-মুরগি চুরি করতে হয়েছে!
এক টাকা দুই টাকা নয়, রীতিমতো দুই কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি কিনেছেন এক ব্যক্তি। তবে সেই গাড়ির পেট্রোল কেনার টাকা জোগাড় করতে শেষ পর্যন্ত হাঁস-মুরগি চুরি করা শুরু করেছেন এক ব্যবসায়ী! এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের লিনশুইয়ের সিচুয়ান প্রদেশে।
ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে যে, বিএমডব্লিউ গাড়ির খরচ তুলতেই হাঁস-মুরগি চুরি করতে হয়েছে ওই ব্যক্তিকে।
তবে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জানানো হয়নি। সম্প্রতি ২ লাখ ৮৯ হাজার ৫শ মার্কিন ডলার খরচ করে একটি বিএসডব্লিউ কিনেছিলেন ওই ব্যবসায়ী।
তবে শেষ পর্যন্ত তিনি সেই গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে পারছিলেন না। সেই কারণেই হাঁস-মুরগি চুরি করে সেগুলো বাজারে বেচে গাড়ির তেলের টাকা জোগাড় করতে হয়েছে তাকে। কিন্তু বিধি বাম শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে। যেতে হয়েছে শ্রীঘরে!