দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ঢাকা অ্যাটাক’ ছবির বহুল আলোচিত নির্মাতা দীপঙ্কর দীপন এবার নিয়ে আসছেন ‘ঢাকা ২০৪০’। ‘ঢাকা অ্যাটাক’ এর সাফল্য ছড়িয়ে পড়বে এবারের এই ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রে- এমনটিই আশা নির্মাতার।
এই ছবিতে অভিনয় করবেন নায়ক বাপ্পি চৌধুরী এবং ঢাকাই চলচ্চিত্রের দুই উজ্জ্বল নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।
ছবিটির গল্প লিখেছেন হাবিব রহমান ও দীপঙ্কর দীপন। ইতিমধ্যে নুসরাত ইমরোজ তিশা, বাপ্পি চৌধুরী এবং নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তিও শেষ হয়েছে। ২০ জুন ঢাকার একটি অভিজাত ক্লাবে বর্ণিল আয়োজনের মাধ্যমে ছবিটির মহরত করা হয়। ছবিটির পরিচালক এই ছবিটিকে দেখতে চাইছেন ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা হিসেবে।
স্টুডিও এইটের ব্যানারে নির্মিতব্য ছবিটি নিয়ে দীপন বলেছেন,‘এটি নির্মাণ করা হবে একটা নতুন চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। আশা করি ভালো কিছু হবে।’ এই ছবিটি সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তিশা, বাপ্পি এবং ফারিয়া।
উল্লেখ্য, সম্প্রতি ‘অপারেশন সুন্দরবন’ নামে আরও একটা চলচ্চিত্রের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন দীপঙ্কর দীপন। এটি নির্মিত হচ্ছে র্যাব বাহিনীর সুন্দরবন অভিযানের উপর ভিত্তি করে।