দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ জুন ২০১৯ খৃস্টাব্দ, ১২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বর্তমান সময়ে মহিষ আর চোখে পড়ে না। অথচ এক সময় গ্রামের কৃষকদের একমাত্র সম্বল ছিলো এই মহিষ। হালচাষ কিংবা গাড়ি টানার কাজে মহিষ ব্যবহার করা হতো।
কিন্তু কালক্রমে মহিষের প্রচলন উঠে গেছে। এখন কলের লাঙ্গল অর্থাৎ পাওয়ার টিলার দিকে হালচাষ এবং গাড়ির কাজও করা হয়। যে কারণে গরু বা মহিষের কোনো প্রয়োজন পড়ে না। তাই গ্রামে-গঞ্জেও এখন খুব একটা দেখা যায় না মহিষ। আজকের সকালে এমন সুন্দর মহিষের ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ছবিটি ফেসবুক হতে প্রাপ্ত।