দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকের কথা নয় সেই ১৯৪৭ সালের কথা। স্থান ছিলো আমেরিকার নিউ মেক্সিকোর রসওয়েল। হঠাৎ প্রচণ্ড বেগে গোল চাকতির মতো একটি বস্তু আকাশ হতে সেখানে বিকট শব্দে আছড়ে পড়ে। যাকে বলা হয় এক রহস্যময় ফ্লাইং সসার।
যেখানে সেই চাকতির মতো বন্তুটি আকাশ হতে পড়েছিলো সেই এলাকার বহু মানুষ সেই দৃশ্য নিজ চোখে দেখেছে। সবাই ছুটে যায় সেখানে।
তবে সমস্যা হয় অন্যখানে। কারণ আগুনের প্রচণ্ড তাপ ফুলকির মতো বের হওয়ার কারণে কাছে ঘেষতে পারছিল না কেও। কিছুক্ষণ বাদেই বিরাট আর্মির দল এসে জায়গাটি ঘিরে ফেললো। আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুধু সাংবাদিকদের জানিয়ে দিলেন, বিরাট চাকতির মতো একটি বস্তু আকাশ হতে পড়েছে।
এটি যেনো কোনো আকাশযান। বাকিটা আপনারা পরে জানতে পারবেন। পরেরদিন সব খবরের কাগজে এর খবর ছাপা হলো ফলোকরে। সবার মনেই প্রশ্ন, তাহলে কী এটা ইউএফও?
এলিয়েনরা তাহলে কী আসলেও পৃথিবীতে চলে এসেছে! তবে কয়েক ঘণ্টা বাদেই শুরু হলো সরকারের ধোকাবাজি। ঘণ্টায় ঘণ্টায় তারা নতুন নতুন গল্প ফাঁদতে লাগলেন। একবার বলা হলো, এটা আর্মিদেরই নতুন আকাশযান, আবার পরে বলা হলো এটা নাকি উল্কাপিণ্ড! তবে আশ্চর্যের বিষয় হলো আসলে প্রকৃতপক্ষে বিষয়টি কী সেই সত্য আর কখনও জানা যায়নি।