দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কোলকাতা ও বাংলাদেশে দুই বাংলায় একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে সফল হয়েছেন ইতিমধ্যেই। জয়ার নতুন চলচ্চিত্র হলো ‘অলাতচক্র’।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কোলকাতা ও বাংলাদেশে দুই বাংলায় একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে সফল হয়েছেন ইতিমধ্যেই। জয়ার নতুন চলচ্চিত্র হলো ‘অলাতচক্র’।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘দেবী’ ছবির করার পর ব্যাপক জনপ্রিয়তায় ভাসছেন। তবে এবার তিনি নিয়ে আসছেন ‘অলাতচক্র’। তার নতুন এই ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। ইতিমধ্যেই ময়মনসিংহে এই চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে।
কথাসাহিত্যিক আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে এই ছবিটির চিত্রনাট্য করা হয়েছে। এই ছবিতে আরও অভিনয় করছেন আহমেদ রুবেল।
জানা গেছে, বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই হবে প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি। বর্তমানে কোলকাতাতেও সমান ব্যস্ত জয়া আহসান। কোলকাতায় জয়ার নতুন চলচ্চিত্র ‘বিনিসুতোয়’ এর শুটিং চলছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবিটির জয়ার নতুন লুক।