বিশ্বের অদ্ভুত নাম: এক ব্যক্তি সন্তানের নাম রাখলেন গুগল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নামকরণ নিয়ে পৃথিবীতে অনেক মজার মজার ঘটনা ঘটে থাকে। তবে সব মজায় এবার ছাড়িয়ে গেছে সম্প্রতি রাখা একটি শিশুর নাম। শিশুর নাম রাখা হয়েছে গুগল। এই নামটি নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে!

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের এক দম্পত্তি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন গুগল। নামের আগে পিছে অন্য কিছু নেই। স্রেফ গুগল নাম রেখেছেন তার সন্তানের। তাই এই নামটি ‘বিশ্বের সবচেয়ে অদ্ভুত নাম’ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ওই দম্পত্তির নাম এন্ডি চাহা সুপুত্রা ও এলা কারিন। এলা কারিন যখন প্রথম অন্তঃসত্ত্বা হন তখন স্বামী এন্ডি চাহা সিদ্ধান্ত নেন যে, তাদের সন্তানের নাম সাধারণ কোনো নাম রাখবেন। তবে এলা যখন ৭ মাসের অন্তঃসত্ত্বা তখন এন্ডি সিদ্ধান্ত পাল্টে ঠিক করেন যে সন্তানের নাম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে কোনো বিশেষ বা ব্যতিক্রমি নাম রাখবেন।

তারপর এন্ডি চাহা আইফোন, উইনডোজ, মাইক্রোসফট, আইওএস নাম নির্ধারণ করেন। কিন্তু দু:খের বিষয় হলো ওপরের কোনো নামই তার মনোপুত হচ্ছিলো না। অবশেষে তিনি ঠিক করলেন তার সন্তানের নাম হবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের নামেই অর্থাৎ তার সন্তানের নাম হবে গুগল।

যদিও প্রথম দিকে স্ত্রী এলার এই নামটি পছন্দ হয়নি। এমনকি তার নামটি এতোটাই অপছন্দ হয়েছিল যে, প্রথম ৩ মাস তিনি কাওকে তার সন্তানের নাম পর্যন্ত বলেননি। তবে ধীরে ধীরে তারও এই নাম পছন্দ হতে থাকে। কারণ তিনিও আশা করতে থাকেন তার সন্তান গুগলের মতোই একদিন বিখ্যাত হয়ে উঠবেন।

তবে কেনো তিনি সন্তানের নামের আগে পিছে কোনো কিছুর নাম যোগ করেননি? স্থানীয় গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে এন্ডি চাহা বলেন, আমি চাইনি গুগলের সঙ্গে অন্যকোনো নাম যোগ হয়ে এই নামের মহত্বটি নষ্ট হোক। তিনি আরও বলেন, প্রতিদিন যেমন গুগলের কাছে অসংখ্য মানুষ উপকৃত হয়, ঠিক তেমন আমার সন্তানও বড় হয়ে মানুষের উপকার করবে বা উপকারে আসবে।

তবে এই গুগল নাম রেখে এন্ডি চাহা এবং এলা দম্পত্তি খুশি হলেও তাদের বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। অনেকেই মজা করে তাদের পরের সন্তানের নাম হোয়াটস আপ রাখতে বলেছেন। তবে এই ঠাট্টা-মশকরা মোটেও গায়ে মাখছেন না এই দম্পতি। কারণ তারা আশাবাদী যে, তাদের সন্তান একদিন গুগলের মতোই বিখ্যাত হবেন।

This post was last modified on জুন ৩০, ২০১৯ 1:02 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…

% দিন আগে

সিরিয়ায় নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…

% দিন আগে

বিপদজনক কাণ্ড: পেট্রোল পাম্পে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন তরুণরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…

% দিন আগে

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে