দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক রকম সাপ দেখেছি। কিন্তু এমন অদ্ভুত সাপ বোধহয় আগে কখনও আমরা দেখিনি। এমন এক অদ্ভুত সাপের দাম দুই কোটি টাকা!
এই সাপটি কিন্তু জ্যান্ত’। জ্যান্ত তো বটেই তবে এমন অদ্ভুত সাপ আগে কখনও দেখা যায়নি। তবে একটি সাপের দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। জানা গেছে, উদ্ধার হওয়া এমন একটি অদ্ভুত সাপের বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ রুপি (যা বাংলাদেশী টাকায় ১ কোটি ৯৩ লাখ টাকা)।
চীনে পাচারের পূর্বে ভারতের ঝাড়খন্ডের বোকারো পুলিশের জালে ২ পাচারকারী ধরা পড়েছে। পুলিশ বলেছে– ধৃতদের নাম সুনীল পাসোয়ান এবং মোহাম্মদ শাহাবুদ্দিন।
দেশটির বন দফতরের আধিকারিক সুরেন্দ্র ভগত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই ধরনের সাপ মূলত পাওয়া যায় মহারাষ্ট্রেই।
জানা গেছে, পাচারকারীরা সেখান থেকেই সাপ নিয়ে এসে আন্তর্জাতিক বাজারে পাচার করে থাকে। প্রধানত নেপাল হয়ে চীনে পাচার করা হয় বহুমূল্য এই বিরলপ্রজাতির সাপগুলো।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে তাদের সঙ্গে ঠিক কতোজন জড়িত রয়েছে এই পাচারচক্রের সঙ্গে।