দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপটিক্যাল ইলিউশন অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়ায়। এটি দারুণ জনপ্রিয়ও বটে। তবে সম্প্রতি একটি ইলিউশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যেতে যেতে যেনো ঝাঁপ দিচ্ছে নদীতে। তবে তারপর তাদের আর কোথাও দেখাই যাচ্ছে না। তাহলে ওই গাড়িগুলো কোথায় যাচ্ছে?
এমন একটি ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া। ২৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন ড্যানিয়েল নামে জনৈক ব্লগার। তার মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এই ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটি সম্পর্কে ড্যানিয়েল বলেছেন, আপনারা ঠিকই দেখছেন। গাড়ি ও হোন্ডাগুলো একের পর এক অদৃশ্য হয়ে যাচ্ছে।
তবে এমন ভিডিও নিয়ে ইতিমধ্যেই জোকস বানিয়ে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেও কেও আবার এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গেও তুলনা করেছেন!
অনেকেই বলছেন যে, এই জায়গা থেকেই হয়ত ট্রাফিক মোড় নিচ্ছে অন্য রাস্তাতে।
তবে অনেকেই ধরে ফেলেছেন আসল ব্যাপার। তারা জানিয়েছেন, দেখতে সেতু হলেও আসলে সেটি সেতুই নয়, রাস্তা। আর ‘নদী’টি হলো গাড়ি পার্কিং লটের ছাদ!
দেখুন ভিডিওটি
Yes, the traffic just disappears. pic.twitter.com/XPcGrzadu5
— Daniel Holland (@DannyDutch) June 29, 2019