দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৬ জুলাই ২০১৯ খৃস্টাব্দ, ২২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৩ জ্বিলক্বদ ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আয়ারল্যান্ডের আইরিশ গ্রাম, সত্যিই অবিস্মরণীয় একটি গ্রাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ যে কাওকে মোহিত করবে তাতে কোনো সন্দেহ নেই।
ডাবলিন হলো আয়ারল্যান্ডের রাজধানী। এই শহরটি পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় থাকে উপরের দিকে। শুধু তা-ই নয়, ডাবলিন হলো এমন এক শহর যেখানে অনেক জনপ্রিয় লেখক জন্মেছেন। এই দেশের অর্থনীতি ব্যবসা এবং বিনিয়োগের উপর অনেকখানি নির্ভরশীল। জনগণের জন্য বিশ্বের অন্যতম সেরা জীবনমান নিশ্চিত করে চলেছে এই দেশটি। ২০০৮ সালের পর হতে এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি খানিকটা কমে গেলেও এখনও জিডিপির হার তুলনামূলকভাবে অনেক বেশি।
আয়ারল্যান্ড বিদেশি বিনিয়োগের উপর অনেকখানিই নির্ভরশীল। সাবেক এই ব্রিটিশ কলোনির রয়েছে মজুদকৃত তেলের প্রাচুর্যতাও। তাছাড়াও মৎস্যশিল্প, কাঠশিল্প, খনিজ এবং জলবিদ্যুৎ শিল্প এখানকার অন্যতম অর্থনৈতিক প্রবৃদ্ধির খাত হিসেবে পরিগণিত হয়ে আসছে।
তথ্য: https://roar.media ও ছবি: https://www.canbedone.co.uk এর সৌজন্যে।