দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশু-পাখিকে মানুষ বসে আনে। অনেক ভয়ংকর পশুও মানুষের নিয়ন্ত্রণে থাকে সেটি আমরা দেখেছি। কিন্তু এইসব পশু-পাখি যখন ক্ষেপে যায় তখন কি করে সেটি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
পশু-পাখিকে মানুষ বসে আনে। অনেক ভয়ংকর পশুও মানুষের নিয়ন্ত্রণে থাকে সেটি আমরা দেখেছি। কিন্তু এইসব পশু-পাখি যখন ক্ষেপে যায় তখন কি করে সেটি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
গরু, মহিষ, ঘোড়া, কুকুর এগুলোতো গেলো সাধারণ জীব-জন্তু। এগুলো পোষ মানানো মানুষের কাছে যেনো তুড়ির মতোই। কিন্তু হাতি, সিংহ বা বাঘের মতো হিংস্র জন্তুকেও মানুষ তার বুদ্ধি ও ভালোবাসা দিয়ে বষ করে থাকে। হিংস্র জন্তু বাঘ বা সিংহের সঙ্গে হেসে খেলে সময় কাটানোর ভিডিও আমরা মাঝে মধ্যেই দেখে থাকি। কিন্তু এই সব জীব-জন্তু আবার মাঝে মাঝে এতোটা হিংস্র হয়ে ওঠে যে তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ে। বিভিন্ন সময় সেইসব ঘটনা ঘটে যা আমাদের কারও কাছেই কাম্য নয়।
ওই সব হিংসাত্মক ভিডিওগুলো সংযুক্ত করলে কেমন দেখা যায় তা আজ দেখে নিন। আপনি যদি দুর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি না দেখায় ভালো।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=Asn71hlVEpc