দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকে (বিমান দাঁড়িয়ে থাকার স্থানে) দেশটির বেসরকারি বিমানসংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার স্থানীয় সময় রাতের দিকে বিমানবন্দরের টারম্যাকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন যে, শনিবার রাতের এই সংঘর্ষের ঘটনায় কোনো রকম হতাহত হয়নি।
এক বিবৃতিতে (ই-মেইলে পাঠানো) সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র মিশেল অ্যাগনিউ বলেন, সেন্ট লুইসগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-১৫৫৫ এর সঙ্গে আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর সংঘর্ষ ঘটেছে। বিমানবন্দরে টারম্যাকে এই সংঘর্ষটি ঘটে। তবে এতে করে কোনো হতাহত হয়নি।
আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর জনৈক যাত্রীর তোলা ছবিতে দেখা যায় যে, বিমানবন্দরে প্রচণ্ড বৃষ্টিপ্রবণ আবহাওয়া। এর মধ্যেই দুই বিমানের একটি অপরটির সঙ্গে ধাক্কা লাগে।
বিমানসংস্থাটি বলছে যে, পরে নিজস্ব ক্ষমতায় বিমান দুটিই গেইটে চলে আসে। তারপর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা জানার জন্য বিমান দুটিতে তল্লাশি করা হয়। এই ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
This post was last modified on জুলাই ২২, ২০১৯ 9:59 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…