The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

বিমানবন্দরের টারম্যাকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকে (বিমান দাঁড়িয়ে থাকার স্থানে) দেশটির বেসরকারি বিমানসংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ 1

শনিবার স্থানীয় সময় রাতের দিকে বিমানবন্দরের টারম্যাকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন যে, শনিবার রাতের এই সংঘর্ষের ঘটনায় কোনো রকম হতাহত হয়নি।

এক বিবৃতিতে (ই-মেইলে পাঠানো) সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র মিশেল অ্যাগনিউ বলেন, সেন্ট লুইসগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-১৫৫৫ এর সঙ্গে আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর সংঘর্ষ ঘটেছে। বিমানবন্দরে টারম্যাকে এই সংঘর্ষটি ঘটে। তবে এতে করে কোনো হতাহত হয়নি।

আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর জনৈক যাত্রীর তোলা ছবিতে দেখা যায় যে, বিমানবন্দরে প্রচণ্ড বৃষ্টিপ্রবণ আবহাওয়া। এর মধ্যেই দুই বিমানের একটি অপরটির সঙ্গে ধাক্কা লাগে।

বিমানসংস্থাটি বলছে যে, পরে নিজস্ব ক্ষমতায় বিমান দুটিই গেইটে চলে আসে। তারপর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা জানার জন্য বিমান দুটিতে তল্লাশি করা হয়। এই ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...