দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯৬ বছর বয়সে স্বাভাবিকভাবে চলাফেরা করাই যেখানে কষ্টসাধ্য ব্যাপার। সেখানে কয়েক হাজার মিটার দৌড়ানোতো এক কথায় অসম্ভব। এই অসম্ভব কাজটাই খুব সহজে করেছেন ৯৬ বছর বয়সী রয় ইংলার্ট!
৯৬ বছর বয়সে স্বাভাবিকভাবে চলাফেরা করাই যেখানে কষ্টসাধ্য ব্যাপার। সেখানে কয়েক হাজার মিটার দৌড়ানোতো এক কথায় অসম্ভব। এই অসম্ভব কাজটাই খুব সহজে করেছেন ৯৬ বছর বয়সী রয় ইংলার্ট!
এমন শত বর্ষের কাছে এসে অনেকেই হাঁটেন কচ্ছপের গতিতে। কেও কেও আবার হাতের লাঠিতে ভর করে দুবেলা দু-চার কদম পাঁয়চারি করতে পারেন মাত্র। আবার তার কোনও বন্ধু এখন শয্যাশায়ী। বয়সই তাদের হাঁটাচলার শক্তি কেড়ে নিয়েছে। তবে এখনও নিজের দুই পায়ে ভর দিয়ে দিব্যি দৌড়ান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সী রয় ইংলার্ট।
তিনি একাই হাঁটেন, ছুটে বেড়ান ও দৌড়ে রেকর্ডও গড়লেন। যে রেকর্ড তিনি করলেন তার ধারে-কাছে কোনও প্রবীণ নেই। আইওয়া সাইক্লোন স্পোর্টস কমপ্লেক্স-এ এই ৫০০০ মিটার দৌড়াতে রয় ইংলার্ট সময় নিয়েছেন মাত্র ৪২ মিনিট ৩০ সেকেন্ড। তিনি তার বয়সকে সংখ্যার থেকে বেশি কিছু ভাবেন না।
রয় ইংলার্ট এই ৯৬ বছর বয়সেও শরীরটাকে কেবল টেনে নিয়ে চলতে চান না। তিনি চান তার শরীর যেনো এখনও খাটাখাটনি, পরিশ্রম করে। তাই ৪২ মিনিট টানা দৌড়ানোর পর রয় ইংলার্ট এখনও হাঁপাতে হাঁপাতে বলেন, এটা সত্যিই মজার। আমি এটি ভালোবাসি। তার জীবনীশক্তি অদ্ভুত।
রয় ইংলার্টকে দেখে অনেক কম বয়সী মানুষের মনেও সংশয় দেখা দেয়। কী করে তিনি এখনও এমনিভাবে ফিট থাকেন! এই বিষয়ে রয় বলেন, নেহাতই কঠিন পরিশ্রমের ফল এটি। ইতিপূর্বে ৯৫ হতে ৯৯ বছর বয়সীদের ক্যাটিগরিতে ইংলার্ট ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছেন।
এবার তিনি আরও কিছু করতে চেয়েছিলেন। তাই নেমে পড়েন ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায়। অবশ্য তাকে একাই দৌড়াতে হয়েছে। কারণ হলো এই বয়সে আর কেও ট্র্যাকে নামার মতো ছিলেনই না।রয় ইংলার্ট একা দৌড়াতেও মোটেও দ্বিধা করলেন না এবং দৌড়ে তিনি রেকর্ড গড়লেন। তারপর বললেন, চালিয়ে যেতে হবে, আমাকে থামলে চলবে না। আরও বহুদুর যেতে চান ৯৬ বছর বয়সী রয় ইংলার্ট।