দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কারাকক্ষ হতে এয়ার কন্ডিশনার এবং টিভি খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।
৬৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আল-আজিজ স্টিল মিল মামলায় ৭ বছরের কারাজীবন ভোগ করছেন। নওয়াজ শরিফকে লাহোরের কোর্ট লাখপত জেলে রাখা হয়েছে। গত ১৭ জুলাই পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা মহাপরিদর্শকের কাছে লিখিত এক চিঠিতে এই নির্দেশ দিয়েছেন।
লাহোরের কারা মহাপরিদর্শককে পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নিম্নলিখিত নির্দেশাবলি মোতাবেক, কোনো অপরাধী এবং অর্থ আত্মসাৎকারীকে কারাগারে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
এদিকে এই বিষয়ে এক চিঠিতে উদ্বেগ জানিয়েছেন নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট এবং নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ বলেন, পাঞ্জাব সরকারের গঠিত এক চিকিৎসক দল নওয়াজের স্বাস্থ্য বিবেচনা করে তার কক্ষের তাপমাত্রা ঠিক রাখতে বলেছেন। সেটি করা না হলে তার কিডনির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি তার ভাইয়ের জীবনের জন্য হুমকি বলেও দাবি করেছেন শাহবাজ শরিফ।