The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফ্রান্সের মন্ট সেন্ট-মিচেল

সমুদ্র হতে উত্থিত মন্ট সেন্ট-মিচেল যেনো এক অদ্ভুত কাল্পনিক দুর্গ বলা যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৮ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ১৬ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ফ্রান্সের মন্ট সেন্ট-মিচেল 1

যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ফ্রান্সের মন্ট সেন্ট-মিচেল। ফ্রান্সের কয়েকটি বিখ্যাত ভ্রমণ স্থানের মধ্যে এটিও একটি।

ফ্রান্সের সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের লিস্টের মন্ট সেন্ট-মিচেল হলো অন্যতম। সমুদ্র হতে উত্থিত মন্ট সেন্ট-মিচেল যেনো এক অদ্ভুত কাল্পনিক দুর্গ বলা যায়।

এর অবস্থান ফ্রান্স এর নরমান্ডি উপকূলের খুব কাছাকাছি একটি ক্ষুদ্র দ্বীপে যা ইউরোপের সর্বোচ্চ জোয়ার প্রবাহ দ্বারা আক্রান্ত হয়ে থাকে।

মধ্যযুগীয় এই দুর্গটি গির্জাতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে ফ্রান্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল রূপে মাথা তুলে দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ছোট ছোট হোটেলও রয়েছে। ইউনেস্কো ১৯৭৯ সালে মন্ট সেন্ট-মিচেলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে।

তথ্যসূত্র: https://travelbd.xyz

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...