দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাহির ছবি দেখতে দর্শকরা ভিড় করেন সিনেমা হলে। তবে এবার আরও বেশি দর্শকদের আগ্রহ মাহির আলোচিত গান নিয়ে। কয়েক মাস পূর্বে ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি।
তবে ‘ম্যাজিক মামনি’ আইটেম গানটিই ছিল মাহির সবচেয়ে আলোচিত গান। এরপর কয়েক মাস আগে ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান মাহি। এবার অবতার ছবিতে আইটেম গানে উত্তাপ ছড়িয়েছেন মাহিয়া মাহি। ‘অবতার’ ছবির গানটির নাম হলো ‘রঙিলা বেবি’।
গত বছর এফডিসিতে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন মাহিয়া মাহি। ১৩ সেপ্টেম্বর মুক্তি পায় মাহি অভিনীত ‘অবতার’ সিনেমাটি। তার আগে প্রকাশ পেয়েছে এই সিনেমার আইটেম গানটি।
সিনেমাপ্রেমীদের মন কেড়েছে তার এই গানটি। মাহিয়া মাহি ভক্তদের মনে ঝড় তুলেছে ‘রঙিলা বেবি’। অনেকেই গানটির প্রশংসাও করছেন।
‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার জানান, নকল বা কপিপেস্ট নয়, দেশীয়ভাবে সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হয়েছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। এই গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন ও এই গানে কণ্ঠ দিয়েছেন ঐশী।
এই ছবিতে মাহিয়া মাহির নায়ক জে এইচ রুশো। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, সুব্রতসহ আরও অনেকেই।
দেখুন গানটি
https://www.youtube.com/watch?v=Fmi_26IbHPo