দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ততায় পরিণত হয়েছে। এমন এক তিক্ততাপূর্ণ পরিবেশে পাকিস্তানের প্রেসিডেন্ট বললেন- ‘ভারত বোকার স্বর্গে বাস করছে’।
সাম্প্রতিক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা চলছে। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চলেছে পাকিস্তান। এবার ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ভারত আগুন নিয়ে খেলছে বলেও মন্তব্য করেছেন পাক প্রেসিডেন্ট।
একটি কানাডিয়ান – আমেরিকান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি আরও বলেছেন, কাশ্মীর হতে ৩৭০ ধারা তুলে নিয়ে আগুনের সঙ্গে খেলা করছে ভারত। তিনি বলেন যে, ভারত বোকার স্বর্গে বাস করছে।
কাশ্মীর ইস্যু সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে বহুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। তাঁর অভিযোগ, ভারত মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধানকে অমান্য করে কাশ্মীর হতে ৩৭০ ধারা তুলে নিয়েছে।
তিনি বলেছেন, পাকিস্তান বারবার কাশ্মীর ইস্যুতে সরব হবে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে বারবার এই ইস্যুতে কথা তুলবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হবে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তান চুপ করে বসে থাকবে না।