দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রানাঘাটের রানু মণ্ডল মানেই যেনো হিট। সাধারণ একজন পথের মানুষ থেকে রাতারাতি তিনি হয়ে উঠেছেন সেলিব্রেটি। এবার ভারতীয়বাজার মাতাচ্ছে ‘রানু’ শাড়ি!
রানাঘাটের রানু মণ্ডল মানেই যেনো হিট। সাধারণ একজন পথের মানুষ থেকে রাতারাতি তিনি হয়ে উঠেছেন সেলিব্রেটি। এবার ভারতীয়বাজার মাতাচ্ছে ‘রানু’ শাড়ি!
ইন্টারনেটে নিজের ভিডিও ভাইরাল হওয়ার পর সম্প্রতি হিমেশ রেশমিয়ার পরিচালনায় সিনেমায় গানও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। তিনি বেশ কিছু স্থানে এক ধরনের সিল্ক শাড়ি পরেছিলেন। সেই শাড়িই পূজার পূর্বে বিভিন্ন দোকানে ’রানু’ শাড়ি নামে বিক্রি শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে পূজাকে সামনে রেখে কেনাকাটাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পূজার বাজারে এবার জনপ্রিয়তা পেয়েছে এই ‘রানু’ শাড়ি।
পশ্চিমবঙ্গের তেহট্ট বাজার এলাকার বিক্রেতা এবং ক্রেতাদের একাংশের দাবি, গানের রেকর্ডিংয়ের জন্য মুম্বাই গিয়ে রানু পরেছিলেন তুষার সিল্ক নামে এক ধরনের শাড়ি। সেখান থেকেই ওই শাড়ি হয়েছে জনপ্রিয়।
তেহট্ট বাজারের ক্ষীরোদা বস্ত্রালয়ের মালিক চঞ্চল মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, তুষার সিল্ক শাড়ি মানুষ হাতে নিয়ে দেখতেন। তবে খুব কমই বিক্রি হতো। এখন রানু সিল্ক নাম দেওয়ায় অনেক গুণ বিক্রি বেড়ে গেছে।
মজুমদার সংবাদ মাধ্যমকে আরও বলেছেন, আগের বছরও আমরা এই শাড়িই তুলেছিলাম। তবে এ বছরের মতো বিক্রি আগের বছর একেবারেই হয়নি।
তেহট্টের বাজারে শাড়ির ক্রেতা মীরা হালদার সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রত্যেক বছরই পূজায় কোনো না কোনো নতুন নামে শাড়ি দেখা যায়। বছর দুয়েক পূর্বে ‘বাহা’ শাড়ি উঠেছিল। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’র নায়িকা বাহা ধারাবাহিকে ওই শাড়িই পরতেন। এবার খুব চলছে রানু শাড়ি। শুনেছি যে, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়িই পরেছিলেন।
শাড়ি-ব্যবসায়ী প্রকাশ কুণ্ডু সংবাদ মাধ্যমকে আরও বলেছেন, একটু অন্য রকম কাজ থাকলেই ভালো হলো। এই সময় সাধারণ থেকে অতি সাধারণ শাড়িও ‘ফ্যাশন ট্রেন্ড’-এর নামে নতুন ধরনের নাম পেয়ে যায়। সিরিয়ালের নামের শাড়িরও বেশ ভালো চাহিদা রয়েছে। তবে সবাইকে টেক্কা দিয়ে একধাপ এগিয়ে রয়েছে রানু শাড়ি।
উল্লেখ্য, রানাঘাটের রানু মণ্ডল ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। এখন তিনি বোম্বের বড় বড় মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। আর তাই রানু মানেই সুপার হিট। তাই শাড়ি কোম্পানিও রানুর নাম দিয়ে শাড়ি বাজারে ছেড়েছে।