দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিক্ষা করে একজন ভিক্ষুক কতো টাকা আয় করতে পারেন? তার নিজের প্রয়োজন মিটিয়ে তিনি কতো টাকায় বা জমা করতে পারেন। কিন্তু মাঝে- মধ্যেই কিছু ঘটনা আমাদের বিস্মিত করে এবং ভাবাই। আর তা হলো প্রতিদিন কতো টাকা আয় করেন একজন ভিক্ষুক যে খাওয়া পরা শেষেও তার এতো টাকা জমা থাকে! ঠিক এমন এক ঘটনা ঘটেছে লেবাননে। ভিক্ষুকদের অর্থ জমানোর খবর যদিও নতুন কিছু নয়। তবে এবার সব হিসাব ছাড়িয়ে গেছে। একজন মহিলা ভিক্ষুক। ভিক্ষা করেই যার দিন চলে। সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা!
ভিক্ষা করে একজন ভিক্ষুক কতো টাকা আয় করতে পারেন? তার নিজের প্রয়োজন মিটিয়ে তিনি কতো টাকায় বা জমা করতে পারেন। কিন্তু মাঝে- মধ্যেই কিছু ঘটনা আমাদের বিস্মিত করে এবং ভাবাই। আর তা হলো প্রতিদিন কতো টাকা আয় করেন একজন ভিক্ষুক যে খাওয়া পরা শেষেও তার এতো টাকা জমা থাকে! ঠিক এমন এক ঘটনা ঘটেছে লেবাননে। ভিক্ষুকদের অর্থ জমানোর খবর যদিও নতুন কিছু নয়। তবে এবার সব হিসাব ছাড়িয়ে গেছে। একজন মহিলা ভিক্ষুক। ভিক্ষা করেই যার দিন চলে। সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা!
একটি হাসপাতালের সামনে ভিক্ষা করেন এই মহিলা ভিক্ষুক। সেই মাহিলা ভিক্ষুকের ব্যাংক একাউন্টে সঞ্চয়ের পরিমাণ জানলে আপনি নিজেও অবাক হবেন। অবাক হয়েছিলেন ব্যাংকের কর্মকর্তারাও।
বিষয়টি জানা জানি হয় যখন তিনি নিজের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে ব্যাংকে গিয়েছিলেন। তবে তিনি ট্রান্সফারের জন্য চেকে যে অংকটি লিখলেন, সেই পরিমাণ টাকাই ছিল না ওই ব্যাংকের শাখাটিতে! হতবাক হয়ে যান ব্যাংকের কর্মকর্তারাও। ভাইরাল হয়ে যায় সেই চেকটি।
লেবাননের বাসিন্দা ওই ভিক্ষুকের নাম ওয়াফা মোহম্মদ আওয়াদ। সিডন শহরের একটি বড় হাসপাতালের গেটের সামনে ভিক্ষা করেন। এক নার্স জানিয়েছেন, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালের প্রবেশদ্বারে বসে ভিক্ষা করছেন ওই মহিলা। তাকে ভিক্ষুক হিসেবেই চেনেন এলাকার সবাই।
জানা যায়, তার ব্যংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে, টাকার হিসাবে তার পরিমাণ হলো ৬.৩৭ কোটি টাকা।