দি ঢাকা টাইমস ডেস্ক ॥ আজ (শনিবার) হতে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কিছুক্ষণ পর (১০টায়) শুরু হচ্ছে এই পরীক্ষা।
আজ (শনিবার) হতে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কিছুক্ষণ পর (১০টায়) শুরু হচ্ছে এই পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার (২ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন।
প্রতিবারের মতো এবছরও প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে বলে জানানো হয়েছে।
এই বছর ২ হাজার ৯৮২টি কেন্দ্রে ২৯ হাজার ২৬২টি প্রতিষ্ঠানে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ও ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।
এদের মধ্যে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।
এছাড়াও দেশের বাইরে রয়েছে ৯টি কেন্দ্রে (জেদ্দা, দোহা, সাহাম, আবুধাবি, দুবাই, ত্রিপলি, বাহারাইন, মদিনা ও রিয়াদ) ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এ বছর ৮ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী কমেছে।
জেনে নিন পরীক্ষার সময়সূচি
This post was last modified on নভেম্বর ১, ২০১৯ 8:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…