দি ঢাকা টাইমস ডেস্ক ॥ ভারত সফরের প্রথম ম্যাচেই ভারতকে পরাজিত করলো টাইগাররা। সাকিবের অভাবে বাংলাদেশ যে নাকাল নয় সেটি দেখিয়ে দিলো টিম টাইগার্স। মুশফিকুর রহিমের অনবদ্য একটি ইনিংস দেখলো বিশ্ব।
ভারত সফরের প্রথম ম্যাচেই ভারতকে পরাজিত করলো টাইগাররা। সাকিবের অভাবে বাংলাদেশ যে নাকাল নয় সেটি দেখিয়ে দিলো টিম টাইগার্স। মুশফিকুর রহিমের অনবদ্য একটি ইনিংস দেখলো বিশ্ব।
টসে জিতে প্রথমে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ব্যাট করার পর ভারত সংগ্রহ করে ১৪৮ রান। পরে বাংলাদেশ ১৪৯ রানের টার্গেটে নেমে মাত্র ৩ ইউকেট হারিয়ে ১৫৪ রাত সংগ্রহ করে ভারতকে পরাজিত করে। মুশফিকুর রহিমের এক অনবদ্য খেলা দেখলো আজ বিশ্ব।