দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ, ৮ রবিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এটি ভারত শাসিত কাশ্মীরের একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটির নাম জামা মসজিদ। যদিও গত আগস্টে এই মসজিদের ফটকটি বন্ধ করে দেয় ভারত সরকার।
কাশ্মিরের শ্রীনগরে অবস্থিত বিখ্যাত জামা মসজিদের ফটক বন্ধ করে দেয় ভারত সরকার। তবে অভ্যন্তরীণ ছোট মসজিদগুলোতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটানো ও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতাস্বরূপ হাজার হাজার নিরাপত্তাকর্মী কাশ্মীর উপত্যকায় কড়া নজর রাখে ওই সময় হতেই, যা এখনও অনেকটাই বলবত রয়েছে।