দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নামাজ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন নায়ক সিয়াম আহমেদ। সম্প্রতি একটি ছবির শুটিং এ গিয়ে ওই ছবির একটি দৃশ্যে নামাজ আদায় করেন নায়ক সিয়াম আহমেদ। আর সেই দৃশ্য অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, একটি সিনেমার দৃশ্যে নামাজ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। তবে দৃশ্যটি নিয়ে সমালোচনা করার কিছুই নেই বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
এবার নামাজ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন নায়ক সিয়াম আহমেদ। সম্প্রতি একটি ছবির শুটিং এ গিয়ে ওই ছবির একটি দৃশ্যে নামাজ আদায় করেন নায়ক সিয়াম আহমেদ। আর সেই দৃশ্য অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, একটি সিনেমার দৃশ্যে নামাজ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। তবে দৃশ্যটি নিয়ে সমালোচনা করার কিছুই নেই বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
সম্প্রতি সিলেটে নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’ এর শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যধারণ করা হয়। সেই দৃশ্যে দেখা যাচ্ছে যে, সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ নামাজ আদায় করছেন এবং কিছুটা দুরে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। ফেসবুকে প্রচার করা হয় যে, পবিত্র এই ঈদ্গাহকে মাজার বানিয়ে সেখানে নাচ-গানের শুটিং করা হয়েছে।
নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যে অংশ নিয়েছেন এই সিনেমাটির প্রধান অভিনেতা সিয়াম আহমেদ। তবে কোনও নাচ গানের দৃশ্যে নয়। একটি নামাজের দৃশ্যে সেখানে তিনি অংশ নেন। সিয়াম দৃশ্যটির জন্য সত্যি সত্যিই নামাজও পড়েছেন।
গত ২৫ নভেম্বর হতে সিলেটে শুরু হয়েছে ছবিটির শুটিং এর কাজ। সেখানে টানা ২০ দিন সিনেমাটির শুটিং চলবে বলে জানানো হয়েছে। এমবি ফিল্মস প্রযোজিত ‘ইত্তেফাক’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিম। এছাড়াও আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খাইরুল বাসার, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।
উল্লেখ্য, বর্তমান প্রজন্মের একজন সফল অভিনেতা হিসেবে সিয়াম আহমেদ ইতিমধ্যেই বেশ এগিয়ে গেছেন। যে কারণে একের পর এক সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসাও পেয়েছেন।
This post was last modified on ডিসেম্বর ১, ২০১৯ 2:48 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাঁচা মরিচ আমাদের রান্নাঘরের এক অপরিহার্য উপাদান। খাবারের স্বাদ, গন্ধ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…