The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

৬ ফুট লম্বা পাত্রীর সঙ্গে দু’ফুটের পাত্র!

তিনি পাকিস্তানের বুরহান ক্রিস্টি। ছোটবেলাতে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন বুরহান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিদেশে হচ্ছে তাদের গ্র্যান্ড রিসেপশন। যেনো এক এলাহি আয়োজন। ১৩টি দেশ থেকে আসছেন আমন্ত্রিত অতিথিরা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন কার জন্য তা জানেন? ৬ ফুট লম্বা পাত্রীর সঙ্গে দু’ফুটের পাত্রের বিয়ের অনুষ্ঠান!

৬ ফুট লম্বা পাত্রীর সঙ্গে দু’ফুটের পাত্র! 1

যদি আপনি ভেবে থাকেন কোনও সেলিব্রিটির কথা আমরা বলছি, তা হলে খুব একটা ভুল আপনি ভাবছেন না। টেলিভিশনের পর্দায় হয়তো দেখা যায় না তাকে, তার অর্থ আক্ষরিক অর্থেই তিনি সেলিব্রিটিই।

তিনি পাকিস্তানের বুরহান ক্রিস্টি। ছোটবেলাতে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন বুরহান। দুর্ভাগ্যবশত: তিনি হাঁটাচলার ক্ষমতা হারান। হুইলচেয়ারই হলো তার ভরসা।

মাত্র দুই ফুট লম্বা বুরহান তার কাছের লোকদের কাছে অবশ্য বোবো নামেই অধিক পরিচিত। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুত্চালিত হুইলচেয়ারটি।

সম্প্রতি নরওয়ের অসলোয় এলাহি আয়োজনে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করেছেন। ফউজিয়া ৬ ফুট লম্বা। ভালোবাসা যে বাঁধনছাড়া, তা আবারও প্রমাণ করলেন বুরহান-ফউজিয়া যুগল। বোবোর স্ত্রী ফউজিয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোর প্রতি তার ভালোবাসা আসলে কতোটা?

কতোটা ভালোবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফউজিয়া নিজেই। নিজের হাতে বোবোর নামের ট্যাটুও করে রেখেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে ফউজিয়া নিজেই জানিয়েছেন এসব কথা।

বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টি দেশের অতিথিরা আমন্ত্রিত হয়েছিলেন। নিজের বিয়েতে পাঞ্জাবি গানে ‘নেচে’ আসরও মাতিয়েছেন বোবো। হুইলচেয়ারে বসেই ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন। অতিথিরা সকলেই হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। এই সময় বোবোর পরনে ছিল ফর্ম্যাল শার্ট-ব্লেজার ও ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা।

সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে জনপ্রিয় বোবো। তার বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে বোবোকে হিন্দি সিনেমার ডায়ালগ বলতেও শোনা গেছে।

পোলিও আক্রান্ত বোবো। তারপরও ভীষণ এলাহি জীবনযাপন করেন। তিনি একা হাতে অনেক ব্যবসাও সামলান। তারমধ্যে বোবো লাইফস্টাইল, শুটস অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসা সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে‌ন তার বন্ধু-বান্ধবরা। এ ছাড়াও নরওয়েতে সালমান খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা নেন।

২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। নায়ক-নায়িকা হতে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে নিত্য ওঠাবসা তার। বোবোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলে তার বহু প্রমাণও পাওয়া যাবে।

বিয়ের অনুষ্ঠান শেষে তিনি ফউজিয়ার হাত ধরে জানিয়েছেন, “আমরা লাভ ম্যারেজ করেছি, আমরা সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবো।” তথ্যসূত্র: আনন্দবাজারপত্রিকা।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali