বিয়ের কনে সেজে আসামী গ্রেফতারে অভিনব কাণ্ড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সকলেই তার অত্যাচারে অতিষ্ঠ। তাকে গ্রেফতারের নির্দেশও রয়েছে। তবে সবাইকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কোনোভাবেই যেনো তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তাই বিয়ের কনে সেজে আসামী গ্রেফতারে অভিনব কাণ্ড প্রকাশ পেলো! কেও যখন তাকে ছুঁতে পারছে না, ঠিক তখনই অসম্ভবকে সম্ভব করলেন এক নারী পুলিশ অফিসার। অপরাধীকে টোপ হিসেবে বিয়ের প্রস্তাব দিলেই সঙ্গে সঙ্গে সে রাজিও হয়ে যায়। তারপর বিয়ের কথা পাকাপাকি করতে আসলেই হাতেনাতে গ্রেফতার হয় ভারতের মধ্যপ্রদেশের ছত্তারপুরের রাতের ঘুম কেড়ে নেওয়া ওই আসামীকে।

সকলেই তার অত্যাচারে অতিষ্ঠ। তাকে গ্রেফতারের নির্দেশও রয়েছে। তবে সবাইকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কোনোভাবেই যেনো তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তাই বিয়ের কনে সেজে আসামী গ্রেফতারে অভিনব কাণ্ড প্রকাশ পেলো!

কেও যখন তাকে ছুঁতে পারছে না, ঠিক তখনই অসম্ভবকে সম্ভব করলেন এক নারী পুলিশ অফিসার। অপরাধীকে টোপ হিসেবে বিয়ের প্রস্তাব দিলেই সঙ্গে সঙ্গে সে রাজিও হয়ে যায়। তারপর বিয়ের কথা পাকাপাকি করতে আসলেই হাতেনাতে গ্রেফতার হয় ভারতের মধ্যপ্রদেশের ছত্তারপুরের রাতের ঘুম কেড়ে নেওয়া ওই আসামীকে।

এনডিটিভির এক খবরে জানা যায়, ৫৫ বছর বয়সী বালকৃষ্ণ চৌবে। খুন-জখম হতে শুরু করে ডাকাতি কোনো কিছুই বাদ নেই তার। এলাকার ত্রাস এই আসামী অপরাধ করেই পালিয়ে যেতো উত্তরপ্রদেশে। অনেকবার পুলিশের হাতে ধরা পড়তে পড়তেও বেঁচে পালিয়েছে সে। শেষে বালকৃষ্ণকে ধরার দায়িত্ব অর্পণ করা হয় ছা্ত্তারপুরের গারোল্লি থানার ভারপ্রাপ্ত অফিসার মাধবী অগ্নিহোত্রীকে।

খবরে আরও বলা হয়, তারপরেই তাকে ধরতে বিয়ের ফাঁদ পাতে প্রশাসন। মাধবী নিজের পুরনো ছবি পাঠায় বালকৃষ্ণ চৌবের গোপন ডেরায়। আর জানায়, পাত্রী দেখা হচ্ছে তার জন্য। বিয়ের কথা বলার জন্য তাকে ডাকাও হয়। ওই নারীর ডাক উপেক্ষা করতে না পেরে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিজোরিতে হাজির হতেই তিনজন কনস্টেবলের সাহায্যে চৌবেকে গ্রেফতার করেন থানার ভারপ্রাপ্ত অফিসার মাধবী অগ্নিহোত্রী। এই তিন কনস্টেবল হলেন অতুল ঝা, মনোজ যাদব, জ্ঞান সিং।

এর পরের দিন তাকে কোর্টে তোলা হলে জেলহাজতের নির্দেশ দেয় আদালত। দিল্লিকা লাড্ডু খেয়ে কতোটা পস্তাচ্ছেন আসামী? সেই খবর অবশ্য দিতে পারেননি কেওই!

This post was last modified on ডিসেম্বর ২, ২০১৯ 1:42 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে