দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুদের জন্য এবার বাংলা শেখার ওয়েবসাইট তৈরি করেছে বিজয় ডিজিটাল। এই ওয়েব সাইটে শিশুরা বাংলা ভাষায় বর্ণমালা শিখতে পারবে।
প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, ৪ থেকে ৬ বছরের শিশুদের বাংলা বর্ণমালা শেখার ওয়েবসাইট চালু করেছে বিজয় ডিজিটাল। সাইটটি অডিও-ভিডিও, এনিমেশন ও টেক্সটের মাধ্যমে শিশুরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও ইংরেজি বর্ণমালা শিখতে পারবে।
অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, এই ওয়েবসাইটে বর্ণমালা শেখার পাশাপাশি আছে শিক্ষামূলক বিভিন্ন গেইমও। ‘বিজয় শিশুশিক্ষা ১’ ও ‘বিজয় শিশুশিক্ষা ২’ নামের দুটি অংশে বিভক্ত এ সাইটে শিশুরা শিক্ষালাভের পাশাপাশি বাংলা ও ইংরেজি ছড়া ও গল্পও শুনতে পারবে।
এই ওয়েবসাইটটিতে আরও রয়েছে, বিভিন্ন ছবির মাধ্যমে রং করি, মিল কর, স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ, কাটাকাটি, সংখ্যা শিখিসহ বিভিন্ন শেখার জিনিস। এগুলো ছবি দেখে দেখে শিশুরা অনায়াসে শিখতে পারবে। ওয়েবসাইটটির ঠিকানা : www.bijoydigital.com