Categories: বিনোদন

যাত্রা শুরু করলো অঞ্জন আইচের ‘কানামাছি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’র পর এবার দ্বিতীয় সিনেমা ‘কানামাছি’র যাত্রা শুরু করলো। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সিনেমার কাজ শুরুর ঘোষণা দেন পরিচালক।

‘কানামাছি’তে একসঙ্গে জুটি বাধছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইমন ও সূচনা। এতে আরও অভিনয় করবেন অভিনেতা আ খ ম হাসান, জাকিয়া বারী মম, আরফান আহমেদ, টুটুল চৌধুরি, ফারুক আহমেদ, মাহবুব শাহীনসহ আরও অনেকেই।

বিডি বক্স মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কানামাছি’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক অঞ্জন আইচ নিজেই।

Related Post

এই চলচ্চিত্র সম্পর্কে অঞ্জন আইচ বলেছেন, ‘দীর্ঘদিন আমি টিভিতে নাটক পরিচালনা করছি। প্রায় ২শ’র অধিক নাটক এবং টেলিফিল্ম বানিয়েছি। চলচ্চিত্র বানানো আমার দীর্ঘদিনের স্বপ্ন। একটু একটু করে সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই এই চলচ্চিত্রটিতে। আমার প্রথম সিনেমা ‘আগামীকাল’ এখনও মুক্তি পায়নি। শুটিং শেষ, এডিটিংয়ের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে এই চলচ্চিত্রটি। বরারবরের মতোই ‘কানামাছি’ তেও থাকছেন ইমন ও সূচনা।’

ইমন ও সূচনার প্রশংসা করে অঞ্জন আইচ বলেছেন, ‘তারা দুজনেই খুব ভালো অভিনেতা, তাদের সঙ্গে কাজ করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি, কোনো রকম প্যারা নাই। আমি যেভাবে চাই, ঠিক সেভাবেই তারা অভিনয়ের ডেলিভারি দেন। আমাকে গল্পের প্রয়োজনেই তাদেরকে এই সিনেমায় নিতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তরিকতা। তাদের মধ্যে আন্তরিকতার কোনো রকম ঘাটতি নেই।’

অঞ্জন আইচ আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে আমি কাজ করেছি। গল্পটি কমেডি এবং ভ্রমণ নিয়ে, সেই সঙ্গে থাকবে রহস্য। সবাই পরিবারসহ সিনেমা হলে গিয়েই সিনেমাটি দেখতে পারবেন। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্রও উপহার দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।’

এই চলচ্চিত্র সম্পর্কে নায়ক ইমন বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো প্রায় একই টিম নিয়ে স্বল্পবিরতির পর আবারও আমরা একসঙ্গে কাজ করতে চলেছি। এবারের গল্পের থিমটাও বেশ ভালো। শুনেই আমার খুব মজা লেগেছে। কমেডি ঘরানার গল্প হলেও এতে বিশেষ কিছু বার্তাও থাকবে।’

জানা গেছে, আগামী মার্চ মাস হতে নেপালের মনোরম পরিবেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এছাড়াও সিনেমাটির কিছু অংশ বাংলাদেশেও ধারণ করা হবে বলে জানান পরিচালক।

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৯ 10:24 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চকোলেট খেলেই অ্যালার্জি! কোন কোন উপসর্গ দেখা দেয়?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চকোলেট থেকেও কী অ্যালার্জি হতে পারে? শুনলে সত্যিই অবাক লাগে।…

% দিন আগে

কী কারণে কোটি কোটি জিমেইল বন্ধ করার সিদ্ধান্ত নিলো গুগল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিমেইল বর্তমান বিশ্বে জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেটি…

% দিন আগে

হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে এর পিছনে কী ডায়েটের কোনও ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলো। এই বিষয়ে পুষ্টিবিদরা…

% দিন আগে

ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ এর এক গানে ২০০ নৃত্যশিল্পী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে…

% দিন আগে

আবারও ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও…

% দিন আগে

কর্মহীন পুত্রের অত্যাচারে বাধ্য হয়ে ৫৫ বছর বয়সী বৃদ্ধা টোটোর হ্যান্ডল ধরলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৃদ্ধার পুত্র কর্মহীন। টাকার জন্য সব সময় অশান্তি করে, মারধরও…

% দিন আগে