দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন শীত। আর শীতের সময় ভ্রমণ আরও বেশি মজার বিষয়। আজ আপনাদের জন্য রয়েছে কিভাবে বান্দরবান যাবেন সেই বিষয়টি। আসুন জেনে নেওয়া যাক।
বান্দরবান ভ্রমণ পাগল পর্যটকদের কাছে যেনো এক স্বর্গ রাজ্য। এটি চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা। একে পার্বত্য রূপের রানীও বলা হয়। দিগন্ত জোড়া সবুজ পাহাড় ও মেঘের লুকোচুরি খেলা দেখতে চাইলে বান্দরবান এক অতুলনীয় স্থান।
প্রাকৃতিক ঝর্ণা, সুউচ্চ পাহাড় ও নৈস্বর্গিক লেকের মতো বেশকিছু দর্শনীয় স্থান সমৃদ্ধ করেছে এই পার্বত্য জেলাটিকে। এছাড়া এখানে সময় সময় হাত বাড়িয়ে মেঘ ছোঁয়ার অভিজ্ঞতাও নেওয়া যায়। বান্দরবান জেলার দর্শনীয় স্থানের মধ্যে নীলগিরি, নীলাচল, কেওক্রাডং, বগালেক, চিংড়ি ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা, নাফাখুম, মেঘলা পর্যটন কেন্দ্র, আলীর গুহা ও স্বর্ণ মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য স্থান রয়েছে।
তাই বান্দরবান গমনকারী মানুষের সংখ্যা একেবারে কম নয়। এছাড়াও ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে থাকে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে রাজধানী ঢাকা হতে বান্দরবান যাওয়ার উপায় ও ভ্রমণ খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে।
ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার জন্য বাস ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই। যদি রেলওয়ে বা আকাশ পথে বান্দরবান যেতে চান সেক্ষেত্রে ট্রেন বা প্লেনে চড়ে প্রথমে চট্টগ্রামেই আসতে হবে। সেক্ষেত্রে চট্টগ্রাম হতে বান্দরবান যাওয়ার বাস পাওয়া যায়। ঢাকা হতে সরাসরি বাসেই বান্দরবান যাওয়া সবচেয়ে ভালো ও আরামদায়ক হবে।
ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে দেশ ট্রাভেলস (01705- 430566), সৌদিয়া (01919-654926), এস আলম (02-9002702), সেন্টমার্টিন পরিবহন (01762-691341), ইউনিক (01963-622236), হানিফ (01713-402673), শ্যামলী (02-7541336, 02-7541336), ঈগল (01793-328045) ও ডলফিন পরিবহনের নন-এসি বাস বান্দরবানে যাওয়া যায়। ঢাকা হতে বান্দরবানের দূরত্ব প্রায় ৩২৬ কিলোমিটার এবং বাসে বান্দরবান যেতে সময় লাগে প্রায় ৮ থেকে ১০ ঘন্টার মতো।
ভ্রমণের সময় Vromon Guide App ব্যবহার করতে পারেন
বান্দরবানগামী এসি বাসের মধ্যে রয়েছে:
# দেশ ট্রাভেলস (02-7192345, 01762-684430, 01709-989436)
# সেইন্টমার্টিন পরিবহন (01762691350, 01762-691342)
# সেইন্টমার্টিন হোন্দায় পরিবহন (01972-691353)
# শ্যামলী পরিবহন (এসপি ও এনআর) ও হানিফ এন্টারপ্রাইজ।
# নন এসি বাস ৬২০ হতে ৬৫০ টাকা।
# এসি বাস ৯৫০ হতে ১৫০০ টাকা।
রেলপথে ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার কোনো পথ নেই। তাই ট্রেন ভ্রমণের ক্ষেত্রে প্রথমে ঢাকা হতে চট্টগ্রাম এসে চট্টগ্রাম নগরীর বদ্দারহাট বাস টার্মিনাল হতে পূবালী বা পূর্বানী বাসে চড়ে জনপ্রতি ২২০ টাকা ভাড়ায় বান্দরবান যেতে পারেন। তাছাড়াও চট্রগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড হতে জনপ্রতি ২০০ – ৩০০ টাকায় বান্দরবান যাওয়া যাবে।
ঢাকার কমলাপুর রেলষ্টেশন হতে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতী, তূর্ণা এক্সপ্রেস এবং মহানগর গোধূলী ট্রেন চট্টগ্রামের পথে চলাচল করে থাকে। আন্তঃনগর ট্রেন ছাড়াও ঢাকা হতে চট্টগ্রামগামী বেশকিছু মেইল ও এক্সপ্রেস ট্রেনও রয়েছে।
শ্রেণীভেদে ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের টিকেট মূল্য জেনে নিন:
# শোভন ২৮৫ টাকা
# শোভন চেয়ার ৩৪৫ টাকা
# স্নিগ্ধা ৬৫৬ টাকা
# ১ম শ্রেণীর চেয়ার ৪৬০ টাকা
# ১ম শ্রেণীর বাথ ৬৮৫ টাকা
# এসি সিট ৭৮৮ টাকা
# এই বাথ ১,১৭৯ টাকা
ঢাকা হতে বান্দরবান যেতে আকাশপথে গমণ একটি অপ্রচলিত মাধ্যম বলা যায়। তবে চাইলে ঢাকা হতে বিমানে চড়ে চট্টগ্রাম এসে তারপর বাসে বান্দরবান যেতে পারবেন।
তথ্যসূত্র: https://vromonguide.com এর সৌজন্যে।
This post was last modified on ডিসেম্বর ২৪, ২০১৯ 11:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…