দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি কখনও প্রকৃতিক সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে বেড়াতে। বেড়াতে গেলে আপনি যেনো হারিয়ে যাবেন অন্য এক ভূবনে। আজ রয়েছে এমন কয়েকটি স্থানের কথা।
যদি আপনি কখনও প্রকৃতিক সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে বেড়াতে। বেড়াতে গেলে আপনি যেনো হারিয়ে যাবেন অন্য এক ভূবনে। আজ রয়েছে এমন কয়েকটি স্থানের কথা।
নামে রাঙ্গামাটি বলে মনে হলেও এই রিসোর্ট আসলে ঢাকার অদূরেই গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। এই রিসোর্টটি মূলত পারিবারিক ও করপোরেট পিকনিকের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। কামিনি, যামিনি, বিজ ফিল্ড এবং অ্যাম্ফিথিয়েটার নামে ৪ রকমের সুবিধাসম্পন্ন পিকনিক স্পট রয়েছে এখানে! পুরো রিসোর্টের চারপাশে রয়েছে ঘন শালবনের বাহার। নিরিবিলি পরিবেশে লেকে নৌ-ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এখানে। ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন রিসোর্ট বুকিংয়ের আদ্যোপান্ত বিষয়গুলো।(www.rangamatiwaterfront.com)
সায়মান বিচ রিসোর্টের সুখ্যাতির কারণ হলো তাদের ইনফিনিটি সুইমিংপুল! সুইমিংপুলে বসে থেকেই যদি এক গ্লাস কফি কিংবা জুসের সঙ্গে দিগন্ত বিস্তৃত সমুদ্রের আড়ালে লুকিয়ে যাওয়া সূর্যাস্ত উপভোগ করা যায় তাহলে কী লাগে! একবার ভাবুন! তবে সুইমিংপুলের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে ষোলআনা এই রিসোর্টে!
লাইফস্টাইল জিম ও মার্কো পোলো গেমস রুমের পাশাপাশি বিচ সারপ্রাইজ নামে মজার একটি সার্ভিস রয়েছে এই রিসোর্টটিতে। এই সার্ভিস গ্রহণ করলে স্থানীয় মানুষের সাহায্য নিয়ে সেই ব্যক্তির বন্ধু-বান্ধব, পরিবার কিংবা প্রেয়সীর অগোচরেই বিচে যে কোনো কিছু একটা সারপ্রাইজের ব্যবস্থা করবে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে ঘুরে আসতে পারেন রিসোর্টে ও বুকিং দিতে পারেন এই ওয়েব অ্যাড্রেস থেকেও। (www.sayemanresort.com)
দ্যা বেস ক্যাম্প রিসোর্ট বলতেই আরাম-আয়েশে ছুটির দিন কাটানোর যে চিত্র আমাদের সামনে ফুটে ওঠছে সেটি গাজীপুরে অবস্থিত দ্যা বেস ক্যাম্প তার থেকে সম্পূর্ণ ভিন্নই বলতে পারা যায়। এখানে রুম নিয়ে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার পাশাপাশি জয়েন করতে পারবেন বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমও। এখানে রয়েছে বোটিং, কায়াকিং, ফুটবল, ক্রিকেট, আর্চারি, ব্যাডমিন্টন, জাঙ্গল ট্রেকিং, ক্যাম্প ফায়ার, ট্রেজার হান্ট ও সাইক্লিংয়ের সুযোগ! স্কুলের বাচ্চাদের জন্য রয়েছে স্পেশাল জোন এবং পৃথক প্যাকেজ। এছাড়াও আরও রয়েছে ফ্যামিলি, ফ্রেন্ডস এবং করপোরেট গ্রুপদের জন্য পৃথক প্যাকেজ বাছাইয়ের সুযোগও। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই রিসোর্টে রাতের বেলা ক্যাম্প ফায়ার করে ক্যাম্পে রাতযাপনের সুযোগ রয়েছে। আরও বিস্তারিত জানতে হলে ওয়েবসাইট ভিজিট করুন। (www.thebasecampbd.com)
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নানা নামে,নানা রকম রিসোর্ট। আপনার সামর্থ্য ও প্রয়োজনের ওপর ভিত্তি করে যেকোনো রিসোর্টেই নিশ্চিন্তে-নির্ভারে কাটিয়ে আসতে পারেন দু’চারটি দিন। সাখাওয়াত হোসেন সাফাত- এর লেখা অবলম্বনে।
This post was last modified on ডিসেম্বর ২৯, ২০১৯ 3:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…