দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ খৃস্টাব্দ, ৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ভারতের আগ্রার তাজ মহল। এটিকে ভূবন বিখ্যাত একটি মহল বলা যায়। কারণ এমন শ্বেত পাথরের কারুকার্য খচিত মহল আর দ্বিতীয় নেই।
ভারত একটি সৌন্দর্যপূর্ণ ভূমির দেশ। ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিসৃত রয়েছে। দেশটির জাতীয় উদ্যানগুলি বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতি সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী এবং পাখির আবাসস্থলও বিদ্যমান।
ভারতে রয়েছে মরুভূমি, মালভূমি, দীর্ঘ নদী ও এক বিচিত্র সংস্কৃতিও। এগুলিই অনেক দূর-দূরান্ত থেকে ভারতে পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে তাজ মহল দেখতে বহু মানুষের আগমণ ঘটে এখানে। সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই তাজমহল। এটি ভারতের আগ্রাতে অবিস্থিত। যদিও এই আগ্রার নাম পরিবর্তন করা হচ্ছে। বিশ্বের খ্যাতিমান স্থানের তালিকায় ভারতের অবস্থান ৩ নম্বরে।
তথ্যসূত্র: http://banglai-bissho.com এর সৌজন্যে।