Categories: বিনোদন

একুশের বইমেলায় আসিফ আকবরের বই আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভক্তরা আসিফকে ভালোবেসে ডাকে বাংলা গানের যুবরাজ নামে। তার গান ছুঁয়ে গেছে কোটি কোটি শ্রোতার হৃদয়। সমসাময়িক শিল্পীরা যখন ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে হারিয়ে গেছেন, তখন তিনি রাজত্ব ধরে রেখেছেন বহাল তবিয়তে।

আজ রয়েছে সেই আসিফ আকবরের কথা। প্রায় দুই যুগের ক্যারিয়ার নিয়ে এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি চমক দেখিয়েছেন সিনেমার নায়ক হিসেবেও।

আসিফ আকবর জানিয়েছেন, আসছে একুশের বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ‘অমর একুশে বইমেলা-২০২০’-এ আসিফের লেখা ‘পোটকরা টু ম্যানহাটান’ নামে একটি বই প্রকাশিত হবে। আসিফ নিজেই নিশ্চিত করেছেন এই বিষয়টি।

Related Post

সম্প্রতি এই বই প্রকাশ নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। সেখানে ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক লিখেছেন যে, ‘লেখালেখি আমার কাজ নয়, তবে আমি পড়তে ভালোবাসি। সেটা যে কোনো বই, ধর্মগ্রন্থ বা পত্রিকা হতে পারে, অংক বিজ্ঞান ছাড়া। ছোটবেলা হতেই আমার লাইব্রেরী যাওয়া আসার চর্চা ছিল, আমার নিজেরও বড় লাইব্রেরী রয়েছে। আমাদের পরিবারে সবারই কমবেশি পড়াশোনার অভ্যাস রয়েছে। বিশেষ করে আমার আম্মার কাছ থেকেই আমাদের এই চর্চাটা শেখা।’

বইয়ের নাম সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ছোট্ট গ্রামের নাম পোটকরা। অনেক পশ্চাৎপদ এই গ্রাম হতেই উঠে এসেছেন আমার বাবা। চরম প্রতিকূলতার মধ্যেও তিনি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট। উচ্চশিক্ষিত হওয়ার অদম্য আকাঙ্খা হেতেই সমস্ত বাঁধা পায়ে মাড়িয়ে সফল হয়েছিলেন আমার আব্বা। আমাদের পরিবার উনার পদাঙ্ক অনুসরণ করে আজ সমাজে প্রতিষ্ঠিত। আমার শৈশব কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে সেখানে অর্থাৎ পোটকরায়।

কুমিল্লা শহরে পড়াশোনা ও বেড়ে উঠলেও পোটকরার মাটির সোঁদা গন্ধ আজও আমার গায়ে মেখে রয়েছে। আমি গায়ক আসিফ হয়ে নাম কামিয়েছি, আমার সাফল্যে উচ্ছ্বসিত আমাদের একান্নবর্তী পরিবার ও গ্রামের মানুষ। পৃথিবীর বহু দেশ ভ্রমণের সৌভাগ্য হয়েছে এই গানের সুবাদেই। আমেরিকার ম্যানহাটানে পৌঁছেই নীল আর্মষ্ট্রংয়ের মতো বিজয়ের পতাকা উড়িয়েছি মনে মনে, ভুলেও ভুলে যাইনি পোটকরা গ্রামটিকে।’

আসিফ আরও লেখেন, ‘ফেসবুকে আসার মাধ্যমে আমার ফ্যানদের সঙ্গে যোগাযোগের একটা তৈরি রাস্তা হলো। আমি ভাবলাম অহেতুক ফুচকা চটপটির ছবি না দিয়ে কিছু লিখা-লিখি করি। জানা অজানা মানুষের সঙ্গে ভাবের আদান-প্রদান শুরু হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই। কেও কেও প্রস্তাব দিলেন বই লিখতে, যে কথাটি আমলে নিলে আমার কোনোদিন লেখাই বের হতো না। মনে যা আসে তাই লিখি সহজ সাবলীল ভাষায় ছোট গল্পের মতো করেই। ঔপন্যাসিক সাদাত হোসাইনের উৎসাহে শেষ পর্যন্ত আমার বই ‘পোটকরা টু ম্যানহাটান’ আসছে ২০২০ এর একুশের বইমেলায়।’

আসিফ আকবর জানিয়েছেন, তার লেখা বইটি বাজারে আনছে অন্যধারা প্রকাশনী। নতুন পরিচয়ে নতুন ইনিংস শুরু করতে গিয়ে সে নিয়ে বেশ উত্তেজিতও তিনি। সেই সঙ্গে নাভার্সও হয়েছেন। নিজেই বই প্রকাশ করাকে ‘নার্ভাস ইনিংস’ বলে আখ্যায়িত করেছেন আসিফ।

অপরদিকে আসিফ আকবর গান করে চলেছেন নিয়মিতই। নতুন বছরে ইতিমধ্যেই বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। অংশ নিয়েছেন কয়েকটি গানের ভিডিও’র শুটিংয়ে। পাশাপাশি দীর্ঘ একটি বিরতির পর তিনি আবারও ফিরেছেন সিনেমার গানে।

চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা ববি জুটির প্রথম ছবি ‘আকবর’-এর জন্য টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এই সিনেমাটি পরিচালনা করছেন আসিফের খুব স্নেহভাজন পরিচালক সৈকত নাসির।

This post was last modified on জানুয়ারী ২১, ২০২০ 12:36 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে