দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভালোবাসা দিবস খুব সন্নিকটে। ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটক সিনেমা ও গানে নতুন নতুন চমক আসছে। এবার এমনই এক চমক দেখাতে গান নিয়ে আসছেন তাহসান-সুস্মিতা আনিস। তাদের গানের কথা- ‘যদি কখনো মনের ভুলে, ভুল করে আমায় মনে পড়ে, খুঁজে দেখো পাবে ঠিকই, আমাকে ওই আকাশের তারায়, একটু সময় দিও আমায়, সঙ্গে তোমার উড়াবো স্মৃতির ফানুস।’ ভালোবাসা দিবসকে সামনে রেখেই এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও সুস্মিতা আনিস।
ভালোবাসা দিবস খুব সন্নিকটে। ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটক সিনেমা ও গানে নতুন নতুন চমক আসছে। এবার এমনই এক চমক দেখাতে গান নিয়ে আসছেন তাহসান-সুস্মিতা আনিস। তাদের গানের কথা- ‘যদি কখনো মনের ভুলে, ভুল করে আমায় মনে পড়ে, খুঁজে দেখো পাবে ঠিকই, আমাকে ওই আকাশের তারায়, একটু সময় দিও আমায়, সঙ্গে তোমার উড়াবো স্মৃতির ফানুস।’ ভালোবাসা দিবসকে সামনে রেখেই এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও সুস্মিতা আনিস।
‘স্মৃতির ফানুস’ শিরোনামের রোমান্টিক এই গানটির কথা লিখেছেন তাহসান খান এবং লিমন। টিউন অ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে সম্প্রতি রেকর্ড হয়েছে এই গানটির। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি হতে প্রকাশ হতে যাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাহসান খান এবং মিউজিকে আরও আছেন মেনন।
জানা যায়, সুস্মিতা আনিস এবং তাহসানের স্মৃতির ফানুস গানের মিউজিক ভিডিওটির নির্মাণ করছেন নাহিয়ান আহমেদ। ভিডিওটিতে দেখা যাবে এই দুই কন্ঠশিল্পীকে। আরও থাকছেন ইরফান সাজ্জাদ এবং তানজিন তিশা। মিউজিক ভিডিওটি প্রকাশ হবে আগামী ৮ ফেব্রুয়ারি সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।
শিল্পী সুস্মিতা আনিসের ৯টি একক অ্যালবামের সঙ্গে রয়েছে অসংখ্য সিঙ্গেলস। সম্প্রতি তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হলো ‘কেও জানুক আর নাই জানুক’ ‘তোমার আকাশ’ ‘মেঘের চিঠি’ ইত্যাদি।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘স্মৃতির ফানুস’ গানটি সব ধরনের শ্রোতাদের হৃদয় জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পী তাহসান নিজেও। অপরদিকে শিল্পী সুস্মিতা আনিস বলেছেন, ‘আমি যখন গানটি গাইছিলাম, আমার মনে হচ্ছিল যে এই গানের কথা ও সুর আমাদের ভাসিয়ে নিয়ে যায় যেনো অন্য এক কল্পনার ভুবনে!’